ন্যাশনাল

ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে রাজনাথ-সনোয়ালের দিল্লিতে বৈঠক

Sentinel Digital Desk

ভারত-বাংলাদেশ সীমান্তে চলা ফ্যান্সিঙ নির্মাণের কাজের অগ্ৰগতি এবং সীমান্ত এলাকায় থাকা উন্মুক্ত নদীগুলির ক্ষেত্ৰে প্ৰযুক্তিগত উপায় অবলম্বন করা সংক্ৰান্তীয় বিষয় নিয়ে গতকাল,শুক্ৰবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে এক বৈঠকে মিলিত হন অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। ওই দিন নতুন দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে স্মার্ট ফ্যান্সিং নিয়েও বিস্তৃতভাবে আলোচলা করা হয়েছে বলে মুখ্যমন্ত্ৰী সনোয়াল জানান। ভারত-বাংলাদেশ সীমান্তের নদী এলাকায় কিভাবে প্ৰযুক্তি ব্যবহার করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

ওই বৈঠক নিয়ে সনোয়াল এ-ও জানান,নর্থ ব্লকে অনুষ্ঠিত এই সভায় স্মার্ট ফ্যান্সিং নিয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে নির্মীয়মান ফ্যান্সিঙের কাজে অগ্ৰগতির প্ৰতিবেদন দাখিলের জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী এবং নির্মাণের কাজে জড়িত কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী সিং। মুখ্যমন্ত্ৰী জানান,আগামি মাসে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখবেন। পাশাপাশি অরুনাচল প্ৰদেশ,নাগাল্যান্ড এবং মেঘালয়ের সঙ্গে থাকা অসমের সীমান্ত এলাকার পথ সমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি পুলিশের আধুনিকীকরণ সংক্ৰান্ত ওই দিন আলোচনায় ঠায় পায়। জানা গেছে,জাতীয় নাগরিক পঞ্জি নবায়ন প্ৰক্ৰিয়ার অগ্ৰগতি সংক্ৰান্তে মুখ্যমন্ত্ৰী সনোয়াল কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে অবগত করেন।