ন্যাশনাল

ভারতের প্ৰথম লোকপাল হচ্ছেন সুপ্ৰিমকোর্টের প্ৰাক্তন বিচারপতি পিনাকী ঘোষ

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ সুপ্ৰিমকোর্টের প্ৰাক্তন বিচারপতি পিনাকী চন্দ্ৰ ঘোষ ভারতের প্ৰথম লোকপাল অথবা অ্যান্টি করাপশন ওমবুডসম্যান হচ্ছেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্নাধীন সিলেকশন কমিটি তাঁর নাম চূড়ান্ত করে সিল মোহর বসিয়েছে। মোদি ছাড়াও ওই কমিটিতে রয়েছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ,লোকসভার অধ্যক্ষ সুমিত্ৰা মহাজন,বরিষ্ঠ আইনজীবী মুকুল রোহতগি। লোকসভার বিরোধী নেতা এবং কংগ্ৰেস সদস্য কমিটির অংশ হলেও তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন না। ৬৭ বছর বয়সী বিচারপতি ঘোষ ২০১৭ সালের জুন থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য পদে বহাল রয়েছেন।

২০১৭-র মে তিনি সুপ্ৰিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন। ২০১৩ সালের ৮ মার্চ সুপ্ৰিমকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন তিনি। লোকপাল সার্চ কমিটি এই পদের জন্য ১০ জনের নাম বাছাই করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম পিনাকী ঘোষ। এরআগে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং অন্ধ্ৰ প্ৰদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতির দায়িত্বভার সামলেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক(এলএলবি)ডিগ্ৰি অর্জন করেছিলেন ঘোষ। ১৯৯৭ সালের ১৭ জুলাই ঘোষ কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন।

লোকপাল আইন কার্যকরী হওয়ার ৫ বছর পর পিনাকী ঘোষ দেশের প্ৰথম লোকপাল হচ্ছেন। ২০১৪-র ১৬ জানুয়ারি ওই আইনটি কার্যকর হয়েছিল। লোকপাল আইন অনু্যায়ী,সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্ৰে একজন লোকপাল ও রাজ্যগুলোতে একজন করে লোকায়ুক্ত থাকবেন।