ন্যাশনাল

ভারতের সঙ্গে আলোচনা করতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্ৰ হতে হবেঃ রাওয়াত

Sentinel Digital Desk

পুনেঃ ভারতের সেনা প্ৰধান বিপিন রাওয়াত শুক্ৰবার কিছু রাজনৈতিক মন্তব্য করে বলেন,পাকিস্তান ইতিমধ্যেই ইসলামিক রাষ্ট্ৰ হিসেবে স্বীকৃত। কিন্তু ভারত ও পাকিস্তানকে মিলেমিশে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের ধর্মনিরপেক্ষ রাস্ট্ৰের পরিচয় দেওয়াই উচিত ছিল। পাকিস্তানের নতুন প্ৰধানমন্ত্ৰী ক্ৰিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান গত বুধবার ভারত যদি এক কদম এগোয় তাহলে পাকিস্তান দুকদম এগোবে বলে যে মন্তব্য করেছেন তারই প্ৰতিক্ৰিয়া স্বরূপ রাওয়াত বলেন,সন্ত্ৰাস দমনে পাকিস্তানের কিছু পাকাপোক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং ততক্ষণ পর্যন্ত আলোচনা ও সন্ত্ৰাস একযোগে চলতে পারে না।

‘পাকিস্তানকে তাদের বর্তমান অবস্থার প্ৰতি লক্ষ্য রাখা উচিত। তারা তাদের দেশকে ইসলামিক রাষ্ট্ৰে পরিণত করেছে। এখন যদি তারা ভারতের সঙ্গে মিলেমিশে চলতে চায় তাহলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাস্ট্ৰের রূপ দিতে হবে’।

‘আমরা কি করে একসঙ্গে থাকবো যদি আপনারা নিজেদের ইসলামিক রাস্ট্ৰ হিসেবে জাহির করতে থাকেন। এমনটা হলে এক্ষেত্ৰে কারো কোনও ভূমিকাই থাকছে না। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। তাই একসঙ্গে থাকতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ হতেই হবে। যদি তারা আমাদের মতো ধর্মনিরপেক্ষ হতে চায়,তাহলে আমি মনে করি,এমনটা হলে কিছুটা সু্যোগ নিশ্চয়ই আমাদের সামনে আসবে। এখানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিক(এনডিএ)ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের ফাঁকে কথাগুলি বলেন সেনা প্ৰধান রাওয়াত। তিনি বলেন,আমরা একসঙ্গে না বিচ্ছিন্নভাবে থাকবো সে ব্যাপারে পাকিস্তানকে তাদের ঘরোয়া পরিস্থিতির প্ৰতি নজর দেওয়া উচিত।