ন্যাশনাল

রেওয়ারি গণধর্ষণ কাণ্ডের দুই প্ৰধান অভিযুক্ত গ্ৰেপ্তার

Sentinel Digital Desk

চণ্ডীগড়ঃ রেওয়ারি গণধর্ষণ কাণ্ডের দুই প্ৰধান অভিযুক্তকে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল(এসআইটি)রবিবার গ্ৰেপ্তার করেছে। অভিযুক্ত পঙ্কজ ও মনীষ পুলিশের চোখে ফাঁকি দিয়ে প্ৰায় দুসপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছিল। এদের মহেন্দ্ৰগড় জেলার সাতনালি থেকে গ্ৰেপ্তার করা হয়। সিবিএসসি চূড়ান্ত পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী ছাত্ৰীটি গত ১২ সেপ্টেম্বর কোচিঙে যাওয়ার পথে অপহৃত হয় এবং তাকে নেশা খাইয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। তদন্তকারী সংস্থাটি তৃতীয় অভিযুক্ত নিশু এবং দীনদয়াল সহ আরও দুজনকে গ্ৰেপ্তারের কথা ইতিপূর্বেই ঘোষণা করেছিল। মহেন্দ্ৰগড়ে একটি টিউবওয়েল রুমের মালিক দীনদয়াল। ওখানেই এই জঘন্য ঘটনাটি ঘটে। সঞ্জীব কুমার নামে একজন চিকিৎসক ক্ষতিগ্ৰস্তের চিকিৎসা করছিল। দীনদয়াল ও সঞ্জীব ঘটনার কথা জেনেও পুলিশকে খবর না দেওয়ায় এদের গ্ৰেপ্তার করা হয়। ক্ষতিগ্ৰস্ত মেয়েটি ধর্ষকদের শনাক্ত করেছে।