সংসদে একটি লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে যাবতীয় ব্যয়ের রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং জানান, বিগত সাড়ে চার বছরের প্রধানমন্ত্রিত্বকালে মোদী মোট ৮৪টি বিদেশ সফর করেছেন। একই সঙ্গে তিনি জনগণের দেওয়া করের টাকা থেকে জোগান দেওয়া ওই বিদেশ সফরের ব্যয়ের পরিমাণও তুলে ধরেন তিনি।উল্লেখ্য, গত জুন মাসে কর্নাটকের এক আরটিআই কর্মী ভীমাপ্পা গাডাডের দেওয়া চিঠির উত্তরে প্রধানমন্ত্রীর অফিসে জানায়, গত চার বছরে ৫২টা দেশে মোট ৪১ বার সফর করেছেন মোদী।
সব সফর মিলিয়ে খরচ হয়েছে ৩৫৫ কোটি টাকা। মোট ১৬৫ দিন বিদেশ সফরে মোদী কাটিয়েছেন বলে জানা গিয়েছে। সফরগুলির মধ্যে সব থেকে বেশি খরচা হয়েছে ২০১৫-এর ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল। ফ্রান্স, জার্মানি এবং কানাডার ত্রিদেশীয় সফরে মোট খরচ হয়েছিল ২১,২৫,৭৮,০০০ টাকা। সব থেকে কম খরচ হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর প্রথম সফর অর্থাৎ ভূটান সফরে। সেই সফরে মোট খরচ হয়েছিল ২,৪৫,২৭,৪৬৫ টাকা।তবে মাত্র ৬ মাসের মধ্যে সেই হিসাব অনেকটাই উল্টেপাল্টে গেল। এ বার সংসদে জানানো হয়েছে, বিগত সাড়ে চার বছরে মোদীর ৮৪টি বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২০১৪ কোটি টাকা।প্রধানমন্ত্রীর কুর্শিতে বসার পর থেকেই আমেরিকা বা জাপানের মতো দেশে একাধিক বার বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে মোদী বিদেশ সফর করেছেন বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী।