ন্যাশনাল

সাংসদ,বিধায়করা আইনজীবী হিসেবে আদালতে প্ৰ্যাকটিস করতে পারবেনঃ সুপ্ৰিমকোর্ট

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ সুপ্ৰিমকোর্ট মঙ্গলবার বলেছে,যে সব উকিল সংসদ অথবা রাজ্য বিধানসভায় আইন প্ৰণেতা হয়েছেন তারা আইন প্ৰণেতার ভূমিকায় থাকাকালেও আদালতে আইনজীবী হিসেবে প্ৰ্যাকটিস করতে পারবেন।

‘১৯৬১ সালের অ্যাডভোকেট আইন এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলে আইনপ্ৰণেতা হিসেবে কর্মরত থাকাকালে উকিলদের আদালতে প্ৰ্যাকটিসের ক্ষেত্ৰে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি’। মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ,বিচারপতি এএম খানবিলকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্ৰচূড়কে নিয়ে গঠিত একটি বেঞ্চ তাঁদের রায়ে একথা জানিয়েছে। সংসদ,বিধানসভা,কাউন্সিলে কর্মরত থাকাকালে কোনও উকিলকে আদালতে প্ৰ্যাকটিস করা থেকে বিরত রাখা যায় কিনা এসম্পর্কে কিছু সীমিত প্ৰশ্নের জবাবে শীর্ষ আদালত ওই রায় দেয়। আইন প্ৰণেতাদের কোর্টে আইনজীবী হিসেবে প্ৰ্যাকটিসের ক্ষেত্ৰে কোনও বিধি নিষেধ থাকার বিষয়টি অস্বীকার করেছে শীর্ষ আদালত। বরিষ্ঠ আইনজীবী কপিল সিবাল,অভিষেক মনুসিংভি,পি চিদম্বরম,কেটিএস তুলসী,সাংসদ থাকা অবস্থায়ও আদালতে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।