ন্যাশনাল

সিমলায় বন্যা ও বরফাচ্ছাদিত অঞ্চল থেকে ৬৫০ জনের বেশি লোককে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে

Sentinel Digital Desk

সিমলাঃ সিমলার বন্যা ও বরফাচ্ছাদিত অঞ্চল থেকে গত দুদিনে পাঁচ বিদেশি পর্যটক সহ ৬৫০ জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের বরফাচ্ছাদিত লাহোয়াল স্পিতি জেলায় ১০০০-এর বেশি মানুষ আটকে আছেন এখনো। বুধবার সরকারি সূত্ৰে এখবর জানানো হয়। এদিকে নেপাল থেকে আসা একজন গর্ভবতী মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে বন্যায় আটকে পড়া অবস্থায়। ওদিকে বুধবার আকাশ পরিষ্কার হওয়ায় রাজ্য সরকার ও বায়ু সেনারা কপ্টার ব্যবহার করে গত চারদিন থেকে আটকে পড়া কিছু লোককে উদ্ধার করে। কুলুর জেলাশাসক ইউনাস খান উদ্ধার ও ত্ৰাণ সাহায্যে তদারক করছেন।