ন্যাশনাল

২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়ছেন না সুষমা স্বরাজ

Sentinel Digital Desk

ইন্দোরঃ বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ ২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়ছেন না। খোদ স্বরাজই মঙ্গলবার তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ঝানু রাজনীতিক স্বরাজকে বিজেপি একসময়ে তাদের প্ৰধানমন্ত্ৰী প্ৰার্থী হিসেবে প্ৰক্ষেপ করতে চেয়ে গুঞ্জন তুলেছিল। স্বাস্থ্যজনিত কারণেই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চাইছেন বলে জানিয়েছে স্বরাজ।

‘১৯-এর নির্বাচনের জন্য প্ৰার্থী বাছাইয়ের দায়িত্ব দলের। তবে আমি মন স্থির করে নিয়েছে,আগামি নির্বাচনে আর না লড়ার’। এখানে এক অনুষ্ঠানের ফাঁকে বরিষ্ঠ বিজেপি নেত্ৰী একথা বলেন। ‘স্বাস্থ্যজনিত কারণে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি’।

৬৬ বছর বয়সী স্বরাজের ২০১৬ সালে কিডনি প্ৰতিস্থাপন করা হয়েছিল। স্বরাজ তাঁর সিদ্ধান্ত দলকেও জানিয়ে দিয়েছেন। আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যপ্ৰদেশ বিধানসভার নির্বাচনী প্ৰচার চলাকালেই বিদিশার সাংসদ স্বরাজ ১৯-এর লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্তের কথা প্ৰকাশ করেন। মধ্যপ্ৰদেশে এবার জয়ী হলে বিজেপি উপর্যুপরি চতুর্থবার ওই রাজ্যের ক্ষমতায় আসবে। ১৯৭৭ সালে স্বরাজ মাত্ৰ ২৫ বছর বয়সে হরিয়ানা বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সালে দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্ৰী হিসেবে দায়িত্ব সামলেছেন। ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্ৰের হয়ে প্ৰতিনিধিত্ব করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় দফা সরকারের আমলে কেন্দ্ৰীয় তথ্য ও প্ৰচারমন্ত্ৰীর দায়িত্ব পালন ছাড়াও টেলি যোগাযোগ ও স্বাস্থ্য বিভাগের বাড়তি ভারও তাঁর ওপর বর্তেছিল।

স্বরাজ চার বার লোকসভা ও তিনবার রাজ্যসভার সদস্য হয়েছেন। ২০০৪ সালে উল্লেখযোগ্য সংসদবিদ হিসেবেও পুরস্কৃত হয়েছিলেন স্বরাজ।