খেলা

রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰীর শুভেচ্ছায় কৃতজ্ঞ হিমা,আরও পদক জয়ের আশ্বাস স্বর্ণ কন্যার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ২০১৯-এর জুলাই মাসে মাত্ৰ ১৮ দিনের মধ্যে ইউরোপিয়ান সার্কলে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে পাঁচ পাঁচটি সোনা জয়ী অসমের সোনার মেয়ে হিমা দাসকে প্ৰশংসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন দেশের মানুষ। রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰী থেকে শুরু করে প্ৰত্যেকেই হিমার প্ৰশংসায় পঞ্চমুখ। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি হিমার অপ্ৰতিরোধ্য সাফল্যে আনন্দিত ও গর্বিত। শনিবার চেক প্ৰজাতন্ত্ৰে ৪০০ মিটার ইভেণ্টে হিমা সোনা জেতেন ৫২.০৯ সেকেন্ড সময় নিয়ে। প্ৰধানমন্ত্ৰী মোদি এই অসামান্য সাফল্যের জন্য এক টুইটে অসমের এই স্প্ৰিন্টারকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন ‘গত কয়েকদিনে হিমা দাসের উপর্যুপরি সাফল্যে ভারত গর্বিত। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেণ্টে টানা পাঁচটি সোনা দেশের জন্য জেতায় প্ৰত্যেকেই উচ্ছ্বসিত। প্ৰধানমন্ত্ৰী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে এই প্ৰয়াস জারি রাখার সদিচ্ছা পোষণ করেছেন। দেশের প্ৰধানমন্ত্ৰীর কাছ থেকে এই শুভেচ্ছা বার্তা পেয়ে হিমাও উচ্ছ্বসিত। ট্ৰ্যাকের রানী রাষ্ট্ৰীয় নেতা প্ৰধানমন্ত্ৰীর উদ্দেশে মাইক্ৰোব্লগিং সাইটে লিখেছেন তিনি তার কঠোর অনুশীলন অব্যাহত রাখবেন এবং দেশের জন্য আরও মেডেল কুড়িয়ে আনবেন। টুইটে হিমা লিখেছেন ‘নরেন্দ্ৰ মোদি স্যার,আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি কঠোর পরিশ্ৰম করে যাবো এবং চেষ্টা করবো দেশের জন্য আরও পদক জিততে’।

রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্ৰকাশ করে হিমা টুইটে ধন্যবাদ জানিয়ে বলেছেন,মহাশয়,আপনার শুভেচ্ছা বাণী আমাকে আরও একধাপ এগিয়ে যেতে অনেক প্ৰেরণা জোগাবে।

রাষ্ট্ৰপতি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছিলেন,‘তিন সপ্তাহের মধ্যে ৫টি সোনা জিতে তুমি সত্যিই এক এক দুর্দান্ত প্ৰদর্শন করেছো। এমন দুরন্ত গতিতেই তুমি এগিয়ে যাও,নক্ষত্ৰের মতো চমকাতে থাকো। তোমার এই সাফল্য ২০২০ সালের অলিম্পিকে ভারতের জন্য জয়ের বার্তা বয়ে আনুক-এটাই কামনা করি’।

https://twitter.com/narendramodi/status/1152942583125041157

https://twitter.com/rashtrapatibhvn/status/1152955894906228736