খেলা

ওআইএলএফসি বরদলৈ ট্ৰফির সেমিফাইনালে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অয়েল ইন্ডিয়া লিমিটেড ফুটবল ক্লাব(ওআইএলএফসি)এখানে অনুষ্ঠিত ৬৬তম বরদলৈ ট্ৰফি টুর্নামেণ্টের সেমিফাইনালে পৌঁছে গেছে। গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে বুধবার গ্ৰুপ এ-র ম্যাচে নবজ্যোতি ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে ওআইএলএফসি অনায়াসে সেমিফাইনালে জায়গা করে নেয়।

খেলায় অয়েলের হয়ে মিন্টু বোড়ো এবং তুল্য দাস দুটো করে গোল করেন। ম্যাচের প্ৰথমার্ধ গোল শূন্য ছিল। এমনকি ৬৯ মিনিট পর্যন্ত অচলাবস্থা কাটেনি। তবে দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে দুলিয়াজানের অয়েল ইন্ডিয়া ৪টি গোল করে।

খেলার ৭০ মিনিটে মিন্টু বোড়ো প্ৰথম নবজ্যোতির জালে বল ঠেলে দলকে এগিয়ে নেন। এর ৮ মিনিট পর অর্থাৎ ৭৮ মিনিটে আরও একটি গোল করে মিন্টু গোলের ব্যবধান বাড়ান। এরপর তুল্য দাস ৭৯ এবং ৮২ মিনিটে আরও দুটি গোল করে দলের ভিত শক্ত করে নেন। আমন্ত্ৰণমূলক গোপীনাথ বরদলৈ ফুটবল টুর্নামেন্টে ওআইএলএফসি বড়সড় জয় নিয়েই মাঠ ছাড়ে। নবজ্যোতি ক্লাব প্ৰথমার্ধে প্ৰতিপক্ষের গোল আটকাতে সফল হলেও দ্বিতীয়ার্ধে আর পাল্লা দিতে পারেনি।

এদিকে সোনাপুরে অন্য একটি ম্যাচে গুয়াহাটি টাউন ক্লাব ৩-১ গোলে হারায় সানরাইজ ক্লাবকে। তবে উভয় দল ইতিমধ্যেই খেতাবি দৌড় থেকে ছিটকে গেছে। এই ম্যাচে গুয়াহাটি টাউন ক্লাবের পক্ষে একটি করে গোল করেন জিতু আহমেদ,সঞ্জীব বরুয়া এবং আরমান সিংহা। সানরাইজের হয়ে একমাত্ৰ গোলটি করেন জেংমা রংমি।

লিগ পর্যায়ের শেষ ম্যাচে এফসি গ্ৰিনভ্যালি বৃহস্পতিবার সোনাপুরে দৈমালু ক্লাবের বিরুদ্ধে মাঠে নামছে। সেমি ফাইনালে যাবার জন্য গ্ৰিনভ্যালির মাত্ৰ একটা ড্ৰ-এর প্ৰয়োজন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: City Bus driver allegedly tried to bang one City Traffic Constable in broad daylight