খেলা

পঞ্চম সোনা জেতায় হিমাকে শুভেচ্ছা রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰী,ক্ৰিকেট ও বলিউড তারকাদের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসম কন্যা হিমা দাস এখন ট্ৰ্যাকে অপ্ৰতিরোধ্য। ইউরোপের মাটিতে এক এক করে পাঁচটি সোনা জিতে ট্ৰ্যাকে হিমা তাঁর জাত চিনিয়ে দিয়েছেন। একই মাসের মধ্যে আন্তর্জাতিক প্ৰতিযোগিতায় ৫টি সোনা জিতে ট্ৰ্যাকে যে তিনি রাজত্ব কায়েম করেছেন তা আবারও প্ৰমাণ করে দেখালেন হিমা। এবার হিমা সোনা জেতেন ৪০০ মিটার ইভেণ্টে।

স্বয়ং রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,বলিউড অভিনেতা,ক্ৰীড়া ব্যক্তিত্ব,রাজনীতিক এবং সাধারণ মানুষ পর্যন্ত প্ৰত্যেকেই এখন হিমার প্ৰশংসায় পঞ্চমুখ। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ এক টুইটে বলেছেন,‘এটা সত্যিই একটা দুর্দান্ত প্ৰদর্শন। এভাবেই তুমি দুর্দমনীয় গতিতে এগিয়ে যাও এবং উজ্জ্বল হওক। তোমার এই সাফল্য ২০২০ সালে অলিম্পিকে ভারতের জন্য জয়ের বার্তা বয়ে আনুক,তাই কামনা করছি’।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এক টুইটে বলেন,হিমার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভবিষ্যতেও এই প্ৰয়াস অব্যাহত রাখার কামনা করে হিমাকে শুভেচ্ছা জানান তিনি। অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এক টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন হিমাকে। অন্যান্য রাজনৈতিক নেতা ও মন্ত্ৰীরা টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

https://twitter.com/sachin_rt/status/1152914052005298176

https://twitter.com/narendramodi/status/1152942583125041157

https://twitter.com/SrBachchan/status/1153014090136055808

মেগাস্টার অমিতাভ বচ্চন বলেছেন পরপর পাঁচটি সোনা জিতে ভারতের সোনার মেয়ে হিমা চাঁদে পাড়ি দেওয়ার পথে এগোচ্ছে। অভিনেতা অনুপম খের হিমার উদ্দেশে এক টুইটে বলেছেন,আপনার এই শানদার জয় ভারতবাসীর মাথা হিমালয়ের চেয়েও উঁচু করেছে। আপনার এই জয় দেশের মেয়েদের এক স্বপ্নের উড়ানে পাড়ি দিতে উৎসাহ জোগাবে।

অভিনেত্ৰী অনুষ্কা শর্মা এই অসামান্য সাফল্যের জন্য হিমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন আপনার একান্তিক নিষ্ঠাই এই জয় এনে দিয়েছে। মেয়েদের কাছে প্ৰেরণার উৎস হবে আপনার এই সাফল্য।

ক্ৰিকেটের ভগবান শচিন তেণ্ডুলকর হিমার উদ্দেশে এক বার্তায় বলেছেন ‘গত ১৯ দিন ধরে আপনি ইউরোপিয়ান সার্কিটে যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন তা যুব সমাজের কাছে এক অনুপ্ৰেরণার জন্ম দেবে। জয়ের প্ৰতি আপনার বাসনা আপনাকে আরও এগিয়ে নেবে এবং উদ্বুদ্ধ করবে যুবসমাজকে। পাঁচটি পদক জেতার জন্য আপনাকে অভিনন্দন। ভবিষ্যত দৌড়ে এভাবেই এগিয়ে যান’।

১৯ বছর বয়সী স্প্ৰিন্টার কুইন অসম তনয়া হিমা দাস গোটা জুলাই মাস ইউরোপের বিভিন্ন অ্যাথলেটিক্স ট্ৰ্যাকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। বিগত ২১ দিনের মধ্যে পাঁচ পাঁচটি সোনা জেতেন ধিং এক্সপ্ৰেস হিমা। এবার সোনা জেতেন মহিলাদের ৪০০ মিটার দৌড়ে। চেক প্ৰজাতন্ত্ৰের নভে মেস্তো মেণ্টুজি গ্ৰ্যাঁ প্ৰি চ্যাম্পিয়নশিপে শনিবার এ মরশুমের সেরা সময় ৫২.০৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন হিমা। ২০১৮ সালের এপ্ৰিলে জাকার্তা এশিয়ান গেমসে এই ইভেণ্টে তাঁর ব্যক্তিগত সেরা সময় ছিল ৫০.৭৯ সেকেন্ড। এশিয়ান গেমসের পর এই প্ৰথম হিমা ৪০০ মিটারে অংশ নিলেন বিদেশের মাটিতে। তবে ব্যক্তিগত সেরা সময় থেকে হিমা এবার একটু বেশি সময় নেন। এরআগে চলতি মরশুমে ৪০০ মিটার দৌড় শেষ করতে হিমা সময় নিয়েছিলেন ৫২.৮৮ সেকেন্ড। এই নিয়ে ইউরোপের মাটিতে ৫টি সোনা জিতলেন তিনি। ‘শনিবার চেক প্ৰজাতন্ত্ৰে ৪০০ মিটারে শীর্ষস্থানে থেকে দৌড় শেষ করি’-দৌড় শেষে এক টুইটে একথা বলেছেন হিমা। অসমের এই স্প্ৰিণ্টার এর আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে কোয়ালিফাই করতে ব্যর্থ হন।

এর আগে চলতি বছরের গত দুই জুলাই পোজনান অ্যাথলেটিক্স গ্ৰ্যাঁ পিতে মহিলাদের ২০০ মিটার দৌড়ে সোনা তুলে নেন হিমা ২৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে। এরপর ৮ জুলাই পোল্যান্ডের কুটনো অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটারে সোনা জেতেন হিমা ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে। চেক প্ৰজাতন্ত্ৰের ক্লাডনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে গত ১৩ জুলাই মহিলাদের ২০০ মিটার ইভেণ্টে ফের সোনা জেতেন হিমা প্ৰতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে। সময় নেন ২৩.৪৩ সেকেন্ড। ১৭ জুলাই চেক প্ৰজাতন্ত্ৰের টাবর অ্যাথলেটিক্স মিটে আরও একটি সোনা জেতেন তিনি। কুটনো অ্যাথলেটিক্স মিটে আরও এক ভারতীয় কেরলের স্প্ৰিণ্টার ভি কে বিসমায়া ২০০ মিটারে রুপো জিতেছিলেন ২৪.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে।

শনিবার নভে মেস্তো চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জেতেন ভারতের এমপি জাবির। সময় নেন ৪৯.৬৬ সেকেন্ড। এখানে পুরুষদের ২০০ মিটারে ভারতের মহম্মদ আনাস ২০.৯৫ সেকেন্ডে দৌড় শেষ করে ব্ৰোঞ্জ জেতেন। ভারতের নির্মাণ নোয়া এই ইভেণ্টে জেতেন রুপো।