খেলা

কলকাতায় একটা বাড়ি চান এশিয়াডে হেপটাথলনে সোনা জয়ী স্বপ্না

Sentinel Digital Desk

কলকাতাঃ কলকাতা শহরে একটা বাড়ি পেলেই খুশি স্বপ্না বর্মন। জাকার্তা এশিয়ান গেমসে হেপটাথলন ইভেন্টে এই প্ৰথম ভারতের হয়ে সোনা জেতেন হেপটাথিলিট স্বপ্না। কলকাতায় একটা বাড়ির ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ সরকার তাকে সাহায্য করবে-শুক্ৰবার আশার সুরে একথা বলেন স্বপ্না। বাড়ি চাওয়ার উদ্দেশ্য হচ্ছে স্বপ্নার নিজস্ব কোনও ঠিকানা নেই। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। ২০১২ সাল থেকে স্বপ্না স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার(সাই)ইস্টার্ন ট্ৰেনিং সেন্টারে প্ৰশিক্ষণ নিচ্ছিল।

‘আমার একান্ত ইচ্ছে সাই চত্বরের(সল্ট লেক)কাছে পাকাপাকিভাবে থাকার জন্য একটা বাড়ি পেলেই হলো। এখন আমি সাই চত্বরে আছি। যদি আমার পারফরম্যান্স ভাল না হয় তাহলে আমার ওখানে থাকা চলবে না। তাই পশ্চিমবঙ্গ সরকার আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করলে আমি খুবই উপকৃত হবো সাই চত্বরে এক সংবর্ধনা পর্বের ফাঁকে সাংবাদিকদের কথাগুলি বলেন স্বপ্না। এশিয়াডে সোনা জেতার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি তার জন্য নগদ দশ লক্ষ টাকার পুরস্কার এবং একটি সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এশিয়াডে ব্যক্তিগত সেরা স্কোর ৬০২৬ সংগ্ৰহ করে ভারতের হয়ে হেপটাথলনে এই প্ৰথম সোনা জেতেন স্বপ্না।