খেলা

ফেডারেশন কাপের ৪০০ মিটার ইভেন্টে প্ৰথম অসম তনয়া হিমা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমের সোনার মেয়ে হিমা দাস ফেডারেশন কাপের ৪০০ মিটার ইভেন্টে জয়ী হলেন। ৪০০ মিটার দৌড়ে হিমা সময় নেন ৫২.৮৮ সেকেন্ড। কর্নাটকের এন আর পুভাম্মা ৫৩.১৫ সেকেন্ড সময় নিয়ে পান দ্বিতীয় স্থান। গুজরাটের সরিতা বেন তৃতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন ৫৩.২৩ সেকেন্ড সময় নিয়ে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছয় সপ্তাহ ট্ৰ্যাকের বাইরে থাকার পরও মাঠে ফিরে ফেডারেশন কাপে কামাল দেখালেন হিমা। গত ৮ মার্চ থার্ড ইন্ডিয়া গ্ৰাপিতে হিমা প্ৰথম দৌড়ে চতুর্থ স্থান পেয়েছিলেন।

পাতিয়ালায় অনুষ্ঠিত ফেডারেশন কাপের হিটে হিমা ৫৪.৪৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। সেমি ফাইনালে ৫৩.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের পারফরম্যান্স উন্নত করলেও তাঁকে চতুর্থ স্থানেই থাকতে হয়। তবে ফাইনাল রাউন্ডে ঝলসে ওঠে হিমা তাঁর প্ৰতিদ্বন্দ্বী পুভাম্মাকে পিছনে ফেলে এগিয়ে যান।

হিমার পরবর্তী লক্ষ্য এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ,যা আগামি ২৬ এপ্ৰিল অনুষ্ঠিত হবে দোহায়।

হিমার কোচ গালিয়ানা আশা করছেন,এই ফর্ম ধরে রাখতে পারলে হিমা আরও ভাল ফল করতে পারবে। গালিয়ানা বলেন,২০২০-র টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য হিমাকে আরও বেশি খাটা খাটনি করতে হবে ।

এশিয়ান গেমসের ১০০ ও ২০০ মিটারে রূপো জয়ী চাঁদ এই ইভেন্টে অন্যতম আকর্ষণ। মহিলাদের ২০০ মিটারে তিনি হিমার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন।