খেলা

মিস্টার ওয়র্ল্ড খেতাব জিতলেন অসমের গোলাপ রাভা

Sentinel Digital Desk

বকোঃ অসমের ছেলে গোলাপ রাভা ২০১৮-এর ডব্লিউবিবিএফ-চ্যাম্পিয়নশিপ দেহশ্ৰী প্ৰতিযোগিতায় মিস্টার ওয়র্ল্ড খেতাব জিতেছেন। গত ১৯-২১ অক্টোবর লিথুয়ানিয়ায় এই প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোলাপ রাভা কামরূপ(গ্ৰামীণ)জেলার বকোর কলিয়াবাড়ি গ্ৰামের বাসিন্দা। প্ৰতিযোগিতার তিনটি ক্যাটেগরি ম্যান বডি বিল্ডিং,ম্যান মাসল মডেল এবং ৮০ কেজি প্ৰো-মি ওয়র্ল্ডে অংশ নেন গোলাপ এবং সব ক্যাটেগরিতে অসামান্য প্ৰদর্শন করে সোনা জিতে নেন।

এর আগেও ২০১৭-এবং ২০১৮ সালে মিস্টার ইন্ডিয়া ও ২০১৮-তে মিস্টার এশিয়া খেতাব জিতে রাজ্যের জন্য গৌরব কুড়িয়ে এনেছেন গোলাপ। নতুন মিস্টার ওয়র্ল্ড খেতাব জয়ী গোলাপ আগামি ২৬ অক্টোবর তাঁর গৃহ শহরে ফিরছেন।

খেতাব জয়ের পর গোলাপ বলেছেন,‘আন্তর্জাতিক মঞ্চ এবং বিশ্বশ্ৰেণির দেহশ্ৰী প্ৰতি্যোগীদের সঙ্গে পারফর্ম করতে পেরে আমি সত্যিই আনন্দিত,অভিভূত। আমি আমার শুভাকাঙ্খী ও পরিবার,বকো,অসম ও দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি,যারা আমার খারাপ সময়ে আমাকে অনুপ্ৰেরণা জুগিয়েছেন’।

‘সরকার আমার সমস্যাকে কখনোই গুরুত্বের সঙ্গে দেখেনি। বলতে গেলে কিছু মন্ত্ৰী বরাবরই আমাকে অবজ্ঞার নজরে দেখেছেন,যা আমাকে হতাশই করেছে। তবে আমার পরিবার ও শুভাকাঙ্খীরা আমাকে সব সময় উৎসাহ জুগিয়ে এসেছেন। দেহ সৌষ্ঠবের প্ৰতি আমার অকৃত্ৰিম ভালবাসা রয়েছে এবং সারা জীবন আমি বডি বিল্ডিং চালিয়ে যাবো এবং উঠতি অ্যাথলিটদের অনুপ্ৰাণিত করার চেষ্টা করবো’-বলেন গোলাপ রাভা। ‘আমার পরবর্তী প্ৰতিযোগিতা মিস্টার ইউনিভার্স,যা আগামি মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এরজন্য এই মুহূর্তে আমার প্ৰচুর অর্থের প্ৰয়োজন। আশা করছি ওখানেও সেরাটাই উজাড় করে দিতে পারবো-প্ৰত্যয়ের সুরে বলেন গোলাপ।

মিস্টার ওয়র্ল্ড খেতাব জয়ের জন্য মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল গোলাপ রাভাকে অভিনন্দন জানিয়েছেন। সোনোয়াল বলেছেন, বিশ্ব মঞ্চে রাভার এই পারফরম্যান্স রাজ্যকে গৌরবান্বিত করেছে।