খেলা

হিমাকে সংবর্ধনা জানিয়ে ১.৬০ কোটি টাকার চেক তুলে দিলেন সোনোয়াল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সদ্য সমাপ্ত এশিয়ান গেমস ও কুড়ি অনূর্ধ্ব আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে সাফল্যের জন্য অসমের ট্ৰ্যাক কুইন হিমা দাসকে শুক্ৰবার শ্ৰীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্ৰেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে হিমার অসামান্য সাফল্যের কথা উল্লেখ করে সোনোয়াল বলেন,‘তাঁর এই সাফল্যের জন্য অসম গর্বিত। হিমার এই সাফল্য রাজ্যের উদীয়মান খেলোয়াড়দের উৎসাহিত ও অনুপ্ৰাণিত করবে’।

আসন্ন আন্তর্জাতিক ইভেন্টগুলিতে হিমা যাতে সোনার দৌড় অব্যাহত রাখতে পারে তার জন্য আধুনিক ও আগাম প্ৰশিক্ষণে তাকে সব ধরনের সাহায্যের প্ৰতিশ্ৰুতি দেন। মুখ্যমন্ত্ৰী এদিন ১.৬০ কোটি টাকার একটি চেক তুলে দেন হিমার হাতে। অসমের স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে একটি অফার লেটারও হিমার হাতে তুলে দেন সোনোয়াল। এছাড়াও ক্ৰীড়া ও যুব কল্যাণ বিভাগে সিনিয়র ক্যাডারে একটি চাকরিরও প্ৰস্তাব হিমাকে দেন তিনি। হিমার এই সাফল্য গুয়াহাটিকে দেশের ক্ৰীড়া রাজধানীতে রূপান্তরের লক্ষ্যে একটি পদক্ষেপ বলে বর্ণনা করেন সোনোয়াল। এই সাফল্য বিশ্ব দরবারে বরাক,ব্ৰহ্মপুত্ৰ অসমের পাহাড় ও সমতলে প্ৰচুর ক্ৰীড়া প্ৰতিভা থাকারই এক বার্তা-উল্লেখ করেন তিনি।

ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্ৰেটারি জেনারেল রাজীব মেহতার রাজ্যে স্প্ৰিন্টার অ্যাকাডেমি স্থাপনের প্ৰস্তাবে সাড়া দিয়ে সোনোয়াল বলেন,উদীয়মান স্প্ৰিন্টারদের উন্নত প্ৰশিক্ষণ দেওয়ার জন্য রাজ্যে একটা স্প্ৰিন্টার অ্যাকাডেমি স্থাপনের ব্যাপারে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মুখ্যমন্ত্ৰী কোরিয়ায় আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার রাইফেলস ইভেন্টে সোনা জেতার জন্য হৃদয় হাজরিকাকে অভিনন্দন জানান।