রাজ্যের খবর

ঘূর্ণি ঝড় ও বজ্ৰপাতে রাজ্যে ২৩ জনের মৃত্যু

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে বিভিন্ন স্থানে গত কয়েক সপ্তাহে বিধ্বংসী ঘূর্ণি ঝড় ও বজ্ৰপাতে মোট ২৩ জন ব্যক্তি প্ৰাণ হারিয়েছেন। এর মধ্যে ঘূর্ণি ঝড় ১০ জনের প্ৰাণ কেড়ে নিয়েছে। বজ্ৰপাতে মৃত্যু হয়েছে ১৩ জনের।

সাম্প্ৰতিক এক সরকারি রিপোর্টে বলা হয়েছে,এবছর মারণ ঝড়ে রাজ্যের ১৮টি জেলার আনুমানিক ২২,৮০১টি পরিবার ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্ৰস্ত জেলাসমূহের তালিকায় রয়েছে গোলাঘাট,শিবসাগর,ধুবড়ি,শোণিতপুর ও কাছাড়। রাজ্য সরকার ঝড় ও বজ্ৰপাতে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়ের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে এককালীন সাহায্য হিসেবে ৪ লক্ষ টাকা করে রিলিজ করতে সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছে। ঝড় বিধ্বস্ত জেলাগুলির জেলাশাসকদের অবিলম্বে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই ক্ষতিগ্ৰস্তদের পুনর্বাসনে ব্যবস্থা গ্ৰহণ করা সরকারের পক্ষে সহজসাধ্য হবে।