রাজ্যের খবর

উত্তর গুয়াহাটি ও রাজ্যের অন্য প্ৰান্তে ফের চালু হলো ফেরি সেবা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ দুদিন বাতিল রাখার পর আজ উত্তর গুয়াহাটি ও রাজ্যের অন্য প্ৰান্তে ফেরি সেবা ফের চালু করা হলো। প্ৰলয় ঝড় ফেনির প্ৰভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ৪ ও ৫ মে দুদিন ফেরি সেবা বন্ধ রাখা হয়েছিল।

গুয়াহাটি-উত্তর গুয়াহাটি,মাজুলি,ধুবড়ি ইত্যাদি অঞ্চলে আজ থেকে ফের চলছে ফেরি। ওদিকে বরাকেও আজ ফের শুরু হয়েছে ফেরি চলাচল। ব্ৰহ্মপুত্ৰের জলস্তর বৃদ্ধি পাওয়ায় গুয়াহাটি-উত্তর গুয়াহাটি ফেরিঘাটের ক্ষতি হয়েছিল। তবে ঘাট দুটি মেরামতির পর আজ থেকে পুনরায় চলছে ফেরি।

অসমে ঘূর্ণি ঝড় ফেনির ব্যাপক প্ৰভাব পড়ার আশঙ্কায় আবহাওয়া বিভাগের নির্দেশে কামরূপ(মেট্ৰো)জেলা প্ৰশাসন ৪ ও ৫ মে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করে।

এদিকে রাজ্যের নলবাড়ি জেলা থেকে তীর্থ করতে যাওয়া ১৫০ জনের একটি দল বর্তমানে ভুবনেশ্বরে আটকে আছেন। তারা জানিয়েছেন,ঘূর্ণি ঝড়ের জন্য এটিএম গুলি অকেজো হয়ে পড়ায় তারা টাকা তুলতে পারছেন না। তাই বিভিন্ন অসুবিধার মুখে পড়েছেন তারা। নিজের গৃহশহরে ফেরাও কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে।

ওদিকে ওড়িশা সরকারের কর্মকর্তারা জানান,দুর্যোগ প্ৰশমন সংস্থাগুলি ক্ষতিগ্ৰস্ত পরিবারগুলোকে খাদ্য,ওষুধপত্ৰ ও পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্ৰে প্ৰচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিছু জয়গায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সড়ক ও টেলি যোগাযোগ এখনও ব্যাহত রয়েছে ওড়িশার ক্ষতিগ্ৰস্ত বিভিন্ন স্থানে।

পুরি এবং খুরদার গ্ৰামাঞ্চলে আবশ্যক পণ্য বিশেষ করে খাদ্য ও ওষুধপত্ৰের প্ৰচণ্ড অভাবের অভিযোগ পাওয়া গেছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনায়ক রিলিফ প্যাকেজ ঘোষণা করে বলেছেন,পুরি এবং খুরদার একাংশে ক্ষতিগ্ৰস্ত প্ৰত্যেক পরিবার ৫০ কেজি চাল,নগদ ২ হাজার টাকা ও পলিথিন শিট পাবেন।