রাজ্যের খবর

অম্বুবাচি মেলা উপলক্ষে কামরূপ(মেট্ৰো)জেলাশাসকের কিছু নির্দেশিকা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ দেবীতীর্থ কামাখ্যায় অম্বুবাচি মেলা শুরু হচ্ছে আগামি ২২ জুন। মেলা চলবে ২৬ জুন অবধি। অম্বুবাচি মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ তীর্থযাত্ৰীর সমাগম হবে। অম্বুবাচি মেলার কথা মাথায় রেখে কামরূপ(মেট্ৰো)জেলাশাসক বিশ্বজিৎ পেগু নির্দিষ্ট কিছু পদক্ষেপ নির্ধারণ করে দিয়েছেন। দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে গুয়াহাটি মহানগরীতে। ভক্তদের থাকার জন্য পান্ডু স্টেশন,নাহরবাড়ি,বরিপাড়া এবং ফ্যান্সি বাজার এলাকার পুরনো জেল চত্বরে ক্যাম্প বসানোর স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। মেলা চলাকালে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা সুনিশ্চিত করা ও কামাখ্যা মন্দির প্ৰাঙ্গণ সাফ সুতরো রাখার দায়িত্ব গুয়াহাটি পুর নিগমের ওপর অর্পণ করেছেন জেলাশাসক।

স্বাস্থ্য সেবা বিভাগের জয়েণ্ট ডিরেক্টরকে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও অর্ধ চিকিৎসক দলকে কামাখ্যা মন্দির ও ক্যাম্পগুলোতে মোতায়েন করতে অনুরোধ জানানো হবে। এপিডিসিএলকে ক্যাম্প ও মন্দির চত্বরে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে বলা হবে। তীর্থযাত্ৰীরা যাতে সহজেই কামাখ্যা মন্দিরে যেতে পারেন তার জন্য এএসটিসিকে পর্যাপ্ত সংখ্যক বাসের ব্যবস্থা করতে বলা হবে। পূর্ত বিভাগ নির্ধারিত স্থানগুলিতে নির্মাণ করবে প্যান্ডেল। জন স্বাস্থ্য কারিগরি বিভাগকে(পিএইচই)পর্যাপ্ত সংখ্যক টয়লেট নির্মাণ করতে বলা হয়েছে। তবে মেলার সময় কালে যে কোনও ধরনের মিছিল নিষিদ্ধ করেছে জেলা প্ৰশাসন। মেলা প্ৰাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন,ব্যারিকেড বসানো,যান বাহন চলাচল সম্পর্কে প্ৰয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে। মহিলা নিরাপত্তা রক্ষী সহ নিরাপত্তা রক্ষী মোতায়েন এবং সিভিল ডিফেন্স,এনসিসি ও স্কাউটদের উপযুক্ত প্ৰশিক্ষণ দিয়ে যথাস্থানে মোতায়েন করার ওপরও গুরুত্ব দিয়েছেন জেলাশাসক।