রাজ্যের খবর

অসমের জন্য সুনাম কুড়িয়ে আনলেন এলভিস আলি হাজরিকা,সাঁতরে আমেরিকা থেকে পৌঁছলেন মেক্সিকো

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের জন্য গৌরব কুড়িয়ে আনলেন এলভিস আলি হাজরিকা। মার্কিন যুক্তরাষ্ট্ৰের ক্যাটালিনা চ্যানেল সাঁতার দিয়ে পার হয়ে এই বিরল রেকর্ড গড়লেন আন্তর্জাতিক সাঁতারু এলভিস। ১০ ঘণ্টা ৫৯ মিনিটে মোট ৪০ কিলোমিটার সাঁতার দিয়ে পার হয়ে এই অনবদ্য রেকর্ড গড়তে সফল হন তিনি। প্ৰাক্তন আন্তর্জাতিক সাঁতারবিদ রিমু সাহার সঙ্গে রিলে করে সাঁতারে নেমেছিলেন এলভিস। নিজের এই অসামান্য সাফল্যকে এলভিস গত বছর কার্বি আংলঙের কাংঠিলাংশুতে গণপ্ৰহারে নিহত হওয়া অভি-নীলের উদ্দেশে উৎসর্গ করেছেন। এলভিস যে ক্যাটালিনা চ্যানেল সাঁতরে পার হয়েছেন সেটি সার্কের বিচরণস্থল হিসেবেও পরিচিত। দেশের ৭৩তম স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বিপজ্জনক সার্কের বিচরণস্থলের মধ্য দিয়েই দুঃসাহসিক এই সাঁতার অভিযানের ঝুঁকি নেন এলভিস।

উল্লেখ্য,এলভিস প্ৰায় ৬৮টি রাষ্ট্ৰীয় এবং ৬টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ১৯৯১ সালে মাত্ৰ ৯ বছর বয়সে এশিয়া প্যাসিফিক সাঁতার চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্ৰতিনিধিত্ব করেছিলেন এলভিস আলি হাজরিকা। ১৯৯৫ এবং ১৯৯৯ সালে দক্ষিণ এশিয়া মহাসংঘ ক্ৰীড়ায় ভারত এবং ২০০৯ সালে বিশ্ব পুলিশ ক্ৰীড়া প্ৰতিযোগিতায় এলভিস ভারতের হয়ে প্ৰতিনিধিত্ব করেছেন।

এছাড়াও অল ইন্ডিয়া প্যাসিফিক ন্যাশনাল একোয়াটিক গেমস,সাব জুনিয়র,জুনিয়র এবং সিনিয়র একোয়াটিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল গেমসে অসমের হয়ে প্ৰতিনিধিত্ব করেছেন এলভিস।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Highway blockade at Kanubari