লখিমপুরঃ লখিমপুর জেলা প্ৰশাসন সোমদিরি নদীর পাশে থাকা চান্দমারি এলাকায় সোমবার লখিমপুর পুরসভার ডাম্পিং গ্ৰাউন্ডে উচ্ছেদ অভি্যান চালায়। জেলা প্ৰশাসন এই অভিযানের সূচনা করে ডাম্পিং গ্ৰাউন্ডের অধীনস্থ ১৪ বিঘা জমিতে অবৈধভাবে ঘাটি গেড়ে বসা পরিবারগুলোর আস্তানা গুড়িয়ে দেয়। ডাম্পিং গ্ৰাউন্ডে অবৈধভাবে ঘর বানিয়ে বসবাসরত ৭৬টি পরিবারকে এদিন উচ্ছেদ করা হয়। উত্তর লখিমপুর পুরসভার(এনএলএমবি)পৃষ্ঠপোষকতায় ডিএসপি(হেড কোয়ার্টার)রুনা নিয়োগ,উত্তর লখিমপুর থানার ওসি আদিত্য কুমার দেউরি,খেলমাটি আউটপোস্টের আইসি উত্তর লখিমপুর রাজস্ব সার্কল অফিসার মনোজিৎ বরকাকতির উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালান।
ডাম্পিং গ্ৰাউন্ডের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল বেশকিছু পরিবার। এনএলএমবি অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর জন্য জেলা প্ৰশাসনকে অনুরোধ জানিয়েছিল।
কিন্তু এই এলাকায় বসবাসকারী ১৯টি পরিবার হাইকোর্টে মামলা করায় উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি এতোদিন। অবশেষে হাইকোর্ট এই ইস্যু নিয়ে সিদ্ধান্ত নিতে জেলাশাসককে পূর্ণ ক্ষমতা দিয়ে একটি নির্দেশ জারি করে। এরই পরিপ্ৰেক্ষিতে জেলা প্ৰশাসন সোমবার এই উচ্ছেদ অভিযান চালায়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জনতা ভবন চত্বরে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করলো রাজ্য সরকার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Hollywood Movie 'Avatar' based theme in Guwahati