রাজ্যের খবর

ত্ৰিপুরায় মাটি থেকে অগ্ন্যুৎদ্গীরণ

Sentinel Digital Desk

আগরতলাঃ আগরতলার পুব শহরতলি এলাকায় ভূপৃষ্ঠ থেকে আগুনের সঙ্গে কালো পাথরের মতো সামগ্ৰী উদ্গীরণ হওয়ায় আনন্দনগর এবং মধুবন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঝরঝরিয়া বিশ্বমাতা স্কুলের কাছে বুধবার সকালে মাটি থেকে আগুনের সঙ্গে কালো পাথর বেরোতে দেখে ওই এলাকার মানুষ স্তম্ভিত হয়ে পড়েন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ এই দৃশ্য প্ৰত্যক্ষ করে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন। ওএনজিসির বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। কিন্তু স্থানীয় মানুষ এই ঘটনায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

তবে ওএনজিসি-র বিশেষজ্ঞরা এই স্থানে নির্গত পাথর ও মাটির নমুনা সংগ্ৰহ করেছেন। এভাবে আচমকা মাটি ফুঁড়ে আগুন বেরিয়ে আসার কারণ জানা যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ওএনজিসির বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে মিথেন জমা হওয়ার জন্যই এই অগ্ন্যুৎদ্গীরণ হতে পারে।