রাজ্যের খবর

কামাখ্যা ধামে অম্বুবাচি মেলার প্ৰস্তুতি এখন তুঙ্গে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অম্বুবাচি মেলা অসমের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব,যা শুরু হতে চলেছে আগামি ২২ জুন থেকে। ২৬ জুন অবধি চলবে এই উৎসব। আশা করা হচ্ছে,অম্বুবাচি মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হবে কামাখ্যা ধাম ও গুয়াহাটি মহানগরীতে। ইতিমধ্যেই অনেক সাধুসন্ত কামাখ্যা ধামে এসে গেছেন। এই বিশাল কর্মযজ্ঞের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা নিয়ে পুলিশ প্ৰশাসন এবং অম্বুবাচি মেলা পরিচালনা কমিটির মধ্যে একপ্ৰস্ত বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সোমবার এক প্ৰেস বিবৃতিতে জানানো হয়েছে জেলা প্ৰশাসন,রাজ্য পুলিশ এবং মেলা কমিটির সদস্যরা ভক্তদের নিরাপত্তার দিকটি দেখাশোনা করবে। এই কাজের জন্য কমিটি ১২০ জন স্থায়ী নিরাপত্তা কর্মী,৪০০ জন স্কাউট ও গাইডস,৪০০ স্বেচ্ছাসেবক এবং ১৪০ জন অস্থায়ী নিরাপত্তা কর্মে মোতায়েনের ব্যবস্থা করেছে।

নীলাচল পাহাড়ে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা থাকছে তিনটি। ওই রাস্তাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভক্তদের জন্য থাকছে বিশ্ৰামগার,টয়লেট,বাথরুম ইত্যাদিও। মন্দিরে যাওয়ার প্ৰতিটি রাস্তার দুপাশে রেলিং বসানো হয়েছে। কমিটি দেবালয়ে যাওয়ার এই তিনটি পথ ব্যবহার করতে ভক্তদের বলেছে। জুতো রাখার জন্য মাত্ৰ একটি স্থান থাকছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে যাওয়া পথগুলোতে কার্পেট বিছিয়ে দেওয়া হবে।

এছাড়াও ৩০০টি সিসিটিভি ক্যামেরা,২১০টি স্থায়ী ও ২০০ টি অস্থায়ী সেনিটেশনের ব্যবস্থা করেছে কমিটি। মন্দির চত্বর পরিষ্কার,পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এসব ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। পুরো এলাকাটিকে তামাক মুক্ত এলাকা হইসেবে ঘোষণা করা হয়েছে। তামাক বিক্ৰি ও সেবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইন অনু্যায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

তাছাড়া মন্দির চত্বর ও আশপাশ এলাকায় প্লাস্টিকের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

২২ জুন ১টা ৪০ মিনিট ১৮ সেলেন্ডে অম্বুবাচির প্ৰবৃত্তি হবে। এই সময়ই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে রীতি অনু্যায়ী। ২৬ জুন অম্বুবাচির নিবৃত্তি হবে ২টা ৪ মিনিট ২২ সেকেন্ডে। ওই দিন সকাল ৬ টায় মন্দিরের দ্বার ফের খুলে দেওয়া হবে ভক্তদের দর্শনের জন্য।