রাজ্যের খবর

নির্মাণের ছমাসের মধ্যেই পাঠশালায় সেতুতে ভাঙন,ক্ষুব্ধ স্থানীয়রা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বরপেটা জেলার অধীন পাঠশালার ৩১নং জাতীয় সড়কের রেলওয়ে ক্ৰসিঙে নব নির্মিত একটি সেতু উদ্বোধনের ছমাস পেরোতেই সেতুতে ভাঙন ধরতে শুরু করেছে। সেতুর এহেন দুরবস্থায় তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করেছেন স্থানীয় মানুষ। এই সেতু দিয়ে প্ৰতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। স্থানীয়রা সম্প্ৰতি সেতু সারাইয়ের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

জনগণ এবং প্ৰশাসন কেএমসি কোম্পানিকে অনতিবিলম্বে সেতু সংলগ্ন পথের কাজ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন। সেতুটি যাতায়াতের জন্য চালু করা হলেও কেএমসি কোম্পানি কলজার থেকে বেজকুচি পর্যন্ত ২৭ কিমি পথের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে বিফল হয়। কোম্পানির দ্বারা সেতুর মধ্যভাগে গাছ লাগানোর জন্য প্ৰচুর টাকা রিলিজ করা হয়েছিল যদিও বাস্তবে তা সম্পূর্ণ হয়নি। কিন্তু বর্তমানে সেতুর কিছু অংশ ভেঙে যাওয়ায় নিত্য যাত্ৰীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।