রাজ্যের খবর

এলজিবিআই বিমান বন্দরে জরুরি অবতরণ গুয়াহাটি-কলকাতাগামী বিমানের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গো এয়ার-এর গুয়াহাটি কলকাতাগামী একটি বিমান আজ বরঝারের এলজিবিআই বিমানবন্দরে জরুরি অবতরণ করে নিরাপদে। গো-এয়ার-এর(জিএইচ ৫৪৬)বিমানটি ১৫৭ জন যাত্ৰীকে নিয়ে আকাশে উড়েছিল। বিমানটিতে যান্ত্ৰিক গোলযোগ দেখা দেওয়ায় পাইলট বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণে সফল হন। উল্লেখ্য,শনিবার গো-এয়ারের(জি-৮ ১৭৪)বিমান পুনে থেকে দিল্লি উড়ান দেওয়ার ২০ মিনিট পর একটি পাখির সঙ্গে ধাক্কা লাগায় বিমানটিকে ফের পুনেতে ফিরিয়ে আনা হয়েছিল।

এক প্ৰেস বিবৃতিতে গো-এয়ার-এর একজন মুখপাত্ৰ বলেছেন,জি ৮ ১৭৪ নম্বরের বিমানটি আকাশে ওড়ার পর একটি পাখির সঙ্গে ধাক্কা লাগায় বিমানটি ফের পুনে বিমান বন্দরে ফিরিয়ে আনা হয়। পরে অবশ্য যাত্ৰীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যাত্ৰীদের এই অসুবিধার জন্য দুঃখ প্ৰকাশ করেছেন গো-এয়ার কর্তৃপক্ষ-বলেন গো-এয়ার-এর মুখপাত্ৰ।

গত ২৩ ডিসেম্বর বিমান এবং বিমান কর্মীর অপ্ৰতুলতার জন্য গো-এয়ার মুম্বই,গোয়া,বেঙ্গালুরু,দিল্লি,শ্ৰীনগর,জম্মু,পাটনা,ইন্দোর এবং কলকাতা গামী ১৮টি বিমানের উড়ান বাতিল করেছিল। সারা দেশে ক্যা বিরোধী প্ৰতিবাদের জন্য দেশের বিভিন্ন স্থানে অনেক বিমানের উড়ান ব্যাহত হয়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Women bodies protest against CAA-2019 in Biswanath