গুয়াহাটিঃ কৌতুক শিল্পী অভিনীত মিশ্ৰ নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)এবং রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নিয়ে কোনও একটা চ্যানেলে তাঁর সঙ্গে ছোটখাটো বিতর্কে বসার জন্য টুইটার যোগে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে তার সুবিধা মতো সময়ে বিতর্কে বসার জন্য অনুরোধ জানিয়েছিলেন। অভিনীত টুইটারে শর্মাকে অনুরোধ করেছেন ‘আসুন আমাদের মধ্যে এই বিতর্কের একটা লাইভ সম্প্ৰচার হোক,যা দর্শকরা দেখবে। আপনি আমাদের বোঝাতে পারেন না আমি আপনাকে বোঝাতে পারবো সেটা তখন পরিষ্কার হয়ে যাবে’।
মিশ্ৰর ওই টুইটারের জবাবে শর্মা বলেন,তিনি ইতিমধ্যেই সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যকে এধরনের অনুরোধ করেছেন।
‘আমি ক্যা এবং এনআরসি নিয়ে শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে আমাদের সঙ্গে বিতর্কে অংশ নিতে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যকে অনুরোধ করেছি। আসু নেতৃত্বের সঙ্গে আলোচনাকালে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ যে আশ্বাস দিয়েছেন তার বিস্তারিত তথ্যও বিতর্কে উঠবে’-টুইটে উল্লেখ করেছেন শর্মা।
ক্যা নিয়ে গুজব দূর করতে শর্মা বর্তমানে শহরের বিভিন্ন প্ৰান্তে শান্তি মিছিল বের করছেন। বিরোধীরাই ক্যার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে বলে দাবি করেন হিমন্ত।
উল্লেখ্য,ক্যা-র বিরুদ্ধে দেশজুড়েই প্ৰতিবাদ আন্দোলন চলছে। হিংসাশ্ৰয়ী প্ৰতিবাদ আন্দোলনে অনেক লোকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পানিদিহিং অঞ্চলে বুনো হাতির ত্ৰাস
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biswanath’s Kishore Hazarika honoured with Global Achievers Award 2019 in Dubai