রাজ্যের খবর

মাধ্যমিকে শীর্ষ দশটি স্থান দখল করেছে ৩৯ জন পরীক্ষার্থী,শিক্ষামন্ত্ৰীর সাংবাদিক সম্মেলন

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে হাইস্কুল শিক্ষান্ত(মাধ্যমিক)ও হাই মাদ্ৰাসা পরীক্ষার ফল আজ ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য সেবার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন।

ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন,এবার কোনও গ্ৰেস মার্ক দেওয়া হয়নি। বেসরকারি স্কুলগুলি ভাল ফল করেছে। রাজ্যের ২,৭৬০টি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ৪৯১টি স্কুলের ১০০ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৬৫টি সরকারি স্কুলের ১০০ শতাংশ ছাত্ৰছাত্ৰী পরীক্ষায় পাস করেছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্ৰী।

শীর্ষ দশটি স্থানে জায়গা করে নিয়েছে ৩৯ জন পরীক্ষার্থী। এবার ধেমাজিতে উত্তীর্ণের হার সর্বাধিক। এই জেলায় উত্তীর্ণের হার হচ্ছে ৮৩.২৮ শতাংশ। হাইলাকান্দিতে উত্তীর্ণের হার সর্বনিম্ন। মাত্ৰ ৩৯.০১ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হয়েছে হাইলাকান্দিতে।

গত বছর ওদালগুড়িতে উত্তীর্ণের হার ছিল সবচেয়ে কম। তবে এবার ওদালগুড়ির ছাত্ৰরা আগের তুলনায় ভাল ফল করেছে-জানান ভট্টাচার্য।

অন্যদিকে ৭ হাজার স্কুলের মধ্যে শূন্য থেকে ৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ না হওয়া বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ২৮৯টি। এরমধ্যে সরকারি স্কুলের সংখ্যা হচ্ছে ৩৭টি। এটা খুবই চিন্তার বিষয় বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্ৰী আরও বলেন,ফলাফল সম্পর্কে গুজব ছড়ানো গ্ৰুপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে কোনও সংবাদ কর্মী জড়িত থাকলে তদন্তের আওতায় আনা হবে তাদেরও। সময়ের আগে যে সব সোশ্যাল মিডিয়া ফলাফল প্ৰকাশ করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত চালানো হবে।