রাজ্যের খবর

চরম দারিদ্ৰ্যের মধ্যেও মাধ্যমিকে সফল হাইলাকান্দির রাজা মালাকার

Sentinel Digital Desk

হাইলাকান্দিঃ হাইস্কুল শিক্ষান্ত(মাধ্যমিক)এবং হাই মাদ্ৰাসা পরীক্ষায় এবছর হাইলাকান্দির ফলাফল ভালো হয়নি। তবে এরই মধ্যে হাতে গোনা কয়েকটি ছাত্ৰ ভাল ফল করেছে। মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত বুধবার।

হাইলাকান্দি সেন্ট মেরিজ স্কুলের রাজনন্দিনী সরকার এবং অঙ্কন দত্ত মাধ্যমিকে যথাক্ৰমে ৯৫.৮৩ শতাংশ এবং ৯৩.৫০ শতাংশ নম্বর পেয়ে সাফল্যের নজির রেখেছে।

ব্লু ফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের মৌদাদ আহমেদ চৌধুরী ৯২ শতাংশ নম্বর পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। হরিকিশোর স্কুলের আরও একটি ছাত্ৰ নিতান্তই গরিব পরিবারের রাজা মালাকার মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেয়ে ওই এলাকায় সবার নজর কেড়েছে। অভিভাবক ও পুরো জেলার জন্য গৌরব কুড়িয়ে এনেছে রাজা। অত্যন্ত গরিব পরিবারের ছেলে রাজার মা লোকের বাড়িতে কাজ করেন। চরম দারিদ্ৰ্য সত্ত্বেও কঠোর পরিশ্ৰমের মাধ্যমে রাজা এই সাফল্য অর্জনে সক্ষম হয়। হাইলাকান্দির বিদ্যালয় পরিদর্শক রাজীব কুমার ঝা কৃতী ছাত্ৰছাত্ৰী বিশেষ করে রাজাকে চরম দারিদ্ৰ্য সত্ত্বেও কঠোর পরিশ্ৰম ও অধ্যবসায়ের দৌলতে এই ফল করায় অভিনন্দন জানিয়েছেন। রাজার এই ফল অন্যান্যদের অনুপ্ৰাণিত করবে-বলেছেন ঝা।