চিরাং: সেনাবাহিনীর রেডহর্ন ডিভিশনের চিরাং শাখা এবং চিরাং পুলিশ প্ৰচুর পরিমাণে গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে। উদ্ধারকৃত গোলা বারুদ ও বিস্ফোরকগুলো কুখ্যাত জঙ্গি সংগঠন এনডিএফবি(এস)-এর বলে অনুমান করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্ৰে পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ ও বিস্ফোরক মজুত রাখার খবর পেয়ে সেনা ও পুলিশের দল আন্তর্জাতিক সীমান্তের কাছে সুকান্তেকলাই নদীর ধারে তল্লাশি অভিযানে নামে। অভিযানকারীরা মেটেল ডিরেক্টরের সাহায্যে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও গোলা বারুদ লুকিয়ে রাখা স্থানটি চিহ্নিত করে। সেনা ও পুলিশ ওই স্থানে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ব্যাপক পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদের সন্ধান পায়। উদ্ধারকৃত সামগ্ৰীগুলোর মধ্যে প্ৰচুর পরিমাণে গোলা বারুদ,ডিটনেটরস এবং গ্ৰেনেড ইত্যাদি রয়েছে।
সাম্প্ৰতিক অতীতে প্ৰচুর পরিমাণে গোপন অস্ত্ৰ ও গোলা বারুদ উদ্ধারে সেনা ও পুলিশের এটা দ্বিতীয় বড় ধরনের সাফল্য। এর আগে গত মাসে পানবাড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে সেনা ও পুলিশের যৌথ বাহিনী ব্যাপক পরিমাণে অস্ত্ৰ,গোলা বারুদ ও বিস্ফোরক ইত্যাদি উদ্ধার করেছিল। জঙ্গি সংগঠনগুলির বড় ধরনের কোনও রাষ্ট্ৰবিরোধী কার্যকলাপ প্ৰতিহত করতে সেনা ও পুলিশের এধরনের সফল অভিযান একটা সুদূরপ্ৰসারী প্ৰভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আরও আশা করা হচ্ছে সেনা-পুলিশের এধরনের যৌথ অভিযান বিটিএডি এলাকা এবং গোটা অসমে শান্তি অক্ষুণ্ণ থাকার বিষয়টি সুনিশ্চিত করবে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নুনমাটি পাম্প হাউসের উদ্বোধন করলেন মন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP protest over Citizenship Amendment Bill in Nagaon