রাজ্যের খবর

নকশাল হানায় আহত কোবরা জওয়ান মিজানুর ঘরে ফিরলেন

Sentinel Digital Desk

বকোঃ কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর(সিআরপিএফ)-এর কমান্ডো ব্যাটেলিয়ন ফর রিসোলিউট অ্যাকশন(কোবরা)জওয়ান মিজানুর রহমান রবিবার রাতে ডিব্ৰুগড় রাজধানী এক্সপ্ৰেসে বকোয় নিজের বাড়িতে ফিরে এসেছেন। গত ২৮ মে ঝাড়খন্ডের সরাইখেলা খারসাওন জেলার কুচাই এলাকায় নকশালদের আইইডি বিস্ফোরণে কোবরা ব্যাটেলিয়নের যে তিন জওয়ান আহত হয়েছিলেন বকোর মিজানুর রহমান তাদেরই একজন। এই বিস্ফোরণে রঙিয়ার ডিমু অঞ্চলের কোবরা জওয়ান সুনীল কলিতা এবং নগাঁও জেলার হোজাইয়ের বাসিন্দা শম্ভু মালা আহত হয়েছিলেন।

মিজানুর বলেন,সুনীল এবং শম্ভু এখন বিপদমুক্তা তবে তাঁরা রাঁচির ভগবান মহাবীর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছেন। সিআরপিএফও সবধরনের সাহায্য করছে তাঁদের-বলেন মিজানুর।

তিনি আরও বলেন,‘নকশালরা ওই দিন রিমোট দিয়ে ২১টি আইইডি বিস্ফোরণ ঘটানোর পর লাইট মেশিনগান দিয়ে গুলিও চালিয়েছিল। আমরা চোখের সামনেই কয়েকজন সহযোগীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি। কয়েকজন গুরুতর আহত হন। তবে আমাদের টিম নকশাল আক্ৰমণের পাল্টা জবাব দেয় মর্টার ফায়ার ও ব্যারেল গ্ৰেনেড লঞ্চারের মাধ্যমে।

মিজানুর বলেন,বিশ্ৰাম নেওয়ার জন্য তিনি ১০ দিনের জন্য বাড়িতে এসেছেন। ১৩ জুন তিনি ফের ডিউটিতে যোগ দেবেন।