রাজ্যের খবর

ওদালগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুনো হাতির মৃত্যু

Sentinel Digital Desk

টংলাঃ ওদালগুড়ি জেলার ৫নং ভুটিয়াচাঙে রবিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বুনো হাতির মৃত্যু হয়। বুনো হাতির দৌরাত্ম্য থেকে খেতের ফসল বাঁচাতে গ্ৰামবাসীরা ওই এলাকায় প্ৰায়ই বিদ্যুৎ পরিবাহী তার ঝুলিয়ে রাখতেন।

বুনো হাতির পাল অনেক দিন থেকেই ওই এলাকায় ত্ৰাস সৃষ্টি করে আসছে। হাতিরা খেতের জমিতে হানা দিয়ে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট করছে। হাতির ঘন ঘন আক্ৰমণ থেকে খেতের ফসল বাঁচাতে গ্ৰামবাসীরা ওই এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার বসাতে বাধ্য হন-জানান একজন গ্ৰামবাসী। কৃষকদের খেতের ফসল বাঁচাতে এবং ক্ষতি রুখতে আমাদের অন্য কোনও বিকল্প ব্যবস্থা অনুসরণ করা উচিত-বলেন বন্যজীবনের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা।

ওদালগুড়ি জেলায় গত কয়েক বছর ধরে হাতি-মানুষের সংঘাত ক্ৰমেই বেড়ে চলায় কখনো বা মানুষ আবার কখনো হাতিকে প্ৰাণ হারাতে হচ্ছে। অথচ বন বিভাগ এসব ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত।

বন ধ্বংস এবং হাতিদের করিডরে মানুষের বসতি গড়ে ওঠায় খাদ্যাভাব হাতিদের লোকালয়ে হানা দেওয়ার অন্যতম কারণ। একথা বলেন টংলার মানবাধিকার ফোরামের সভাপতি। ওদালগুড়ি জেলায় গত ছবছরে হাতি মানুষের সংঘাতে ১১৫ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এই সময়কালে ৫৬টি হাতি প্ৰাণ হারিয়েছে। মানুষের দুর্দশা দেখেও বন বিভাগ নির্লিপ্ত থাকায় প্ৰকৃতিপ্ৰেমীরা তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করেছেন।