রাজ্যের খবর

ঘুষ নিয়ে গ্ৰেপ্তার হলেন লাটমণ্ডল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভিজিল্যান্স এবং দুর্নীতি বিরোধী সঞ্চালকালয়ের কর্মীরা এখানকার বশিষ্ঠতে থাকা দিশপুর রাজস্ব সার্কল কার্যালয়ে লাচিত ঠাকুরিয়া(৫৭)নামে একজন লাটমণ্ডলকে হাতেনাতে গ্ৰেপ্তার করেছে ঘুষ নেওয়ার দায়ে। শুক্ৰবার বেলা প্ৰায় দুটো নাগাদ ঠাকুরিয়াকে গ্ৰেপ্তার করা হয়। বেলতলার ভগদত্তপুর এলাকার পরাগ ভাগবতী নামে একজন অভিযোগকারীর কাছ থেকে ওই সময় ৮ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন ঠাকুরিয়া। অভিযুক্তের হেফাজত থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে। এ সংক্ৰান্তে দিশপুর রাজস্ব কার্যালয় থেকে প্ৰাসঙ্গিক নথিপত্ৰও বাজেয়াপ্ত করেছেন ভিজিল্যান্স ও দুর্নীতি বিরোধী বিভাগের কর্মীরা।

শুক্ৰবার সন্ধ্যায় বিভাগটির এক প্ৰেস বিবৃতিতে জানানো হয়েছে যে অভিযোগকারী তার ছটি আবাসিক ফ্ল্যাট বিক্ৰির জন্য দিশপুর রাজস্ব সার্কল কার্যালয়ের মাধ্যমে কামরূপ জেলাশাসকের(এম)অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। ২০১৯-এর ৫ মার্চ বিক্ৰির অনুমতির বিষয়টি সার্কল অফিসে(সিও)রেকর্ড করা হয়েছিল। প্ৰতিটি ফ্ল্যাট বিক্ৰির অনুমতি সংগ্ৰহ বাবদ ঠাকুরিয়া ৮ হাজার টাকা করে দাবি করে বসেন। কিন্তু অভি্যোগকারী ঘুষ দিতে অনীহা প্ৰকাশ করে ডিরেক্টর অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগের পুকিশের দ্বারস্থ হন। এরপরই পিসি অ্যাক্ট(২০১৮ সংশোধিত)অনু্যায়ী এসিবিপিএস-এর কেস নং ১২/২০১৯ তাং ০১/১০-২০১৯ ইউ/এস ৭(এ)-এর স্ট্যান্ডার্ড প্ৰোসিডিউর মেনে ফাঁদ পাতা হয়। যার পরিণতিতে লাটমণ্ডল ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। অভিযুক্তকে শনিবার গুয়াহাটির সিজেএম আদালতে উপস্থাপন করা হয়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Borpani Forest Range in Nagaon’s Kampur on the verge of destruction!