রাজ্যের খবর

বঙাইগাঁওয়ে ২,১৭,৯০০ টাকার ভারতীয় নোট সহ যুবক আটক

Sentinel Digital Desk

বঙাইগাঁওঃ ডিএসপি-র সদর দপ্তর বিশ্বস্ত সূত্ৰে পাওয়া এক খবরের ওপর ভিত্তি করে কচুগাঁওয়ের সিআই-এর নেতৃত্ব পুলিশের একটি দল জাল ভারতীয় টাকার(এফআইসিএন)সঙ্গে জড়িত এক অপরাধীকে আটক করেছে। ধৃত যুবকটিকে সাদ্দাম হুসেন(২৩)নামে শনাক্ত করা হয়েছে। যুবকটি বঙাইগাঁও জেলার অভয়াপুরি থানার অধীন পারেরচর পার্ট-টু গ্ৰামের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে।

আটক যুবকটির হেফাজত থেকে একটি স্কুটি(নং এএস-১৯এইচ ৭৮৮০),২লক্ষ ১৭ হাজার ৯০০ টাকার ভারতীয় জাল নোট,বঙাইগাঁও গ্ৰাম পরিষদের একটি স্টাম্প,ভোটার আইডি কার্ড,আধার কার্ড,প্যান কার্ড এবং একটি ভিআইভিও ভি৯ মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ বঙাইগাঁও জেলার বিভিন্ন এলাকায় আরও তল্লাশি অভিযান চালাচ্ছে।

অন্যদিকে এই জেলার মেরেসর থানার অধীন সিমলাবাড়ি পার্ট-১ গ্ৰামের জনৈক আব্দুল আওয়ালের বাড়ি থেকে প্ৰিণ্টার মেশিন ও ১০০ টাকার একটি বান্ডেল উদ্ধার করেছে পুলিশ। আব্দুল আওয়াল বর্তমানে পলাতক। এব্যাপারে পুলিশ আরও তদন্ত করছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: By-elections to the four Assam Assembly constituencies held peacefully