রাজ্যের খবর

এনআরসির অতিরিক্ত খসড়া তালিকা থেকে লক্ষাধিক লোকের নাম বাদ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির অতিরিক্ত খসড়া ছুটদের তালিকা বুধবার প্ৰকাশ করা হয়েছে। দেখা গেছে যে এই তালিকা থেকেও ব্যাপক সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে।

এনআরসি রাজ্য সমন্বয়কের কার্যালয় থেকে বলা হয়েছে,‘রেজিস্ট্ৰেশন অফ সিটিজেনস অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি কার্ড রুলস ২০০৩-এর ৫ ধারা অনু্যায়ী ১,০২,৪৬২ জন লোকের নাম সন্নিবিষ্ট করে এই অতিরিক্ত খসড়া তালিকাটি আজ প্ৰকাশ করা হয়।

বিবৃতিতে তালিকা থেকে লোকেদের নাম বাদ পড়ায় কারণগুলিও পর্যায়ক্ৰমে উল্লেখ করা হয়। তালিকা থেকে বাদ পড়ার ব্যাপারে তিনটি কারণ দর্শানো হয়েছে। নাম ছাঁটার প্ৰথম কারণ হচ্ছে ঘোষিত বিদেশি,ডি ভোটার বা ব্যক্তি যাদের বিরুদ্ধে বিদেশি ট্ৰাইবুনালে মামলা ঝুলছে এবং তাদের উত্তর পুরুষদের নামও তালিকা থেকে বাদ গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে দাবি ও ওজর আপত্তি নিষ্পত্তির জন্য শুনানিকালে সাক্ষী হিসেবে উপস্থিত থাকা ব্যক্তি অযোগ্য বিবেচিত হওয়ায়। তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে,পরীক্ষা প্ৰক্ৰিয়া চলাকালে যে সব ব্যক্তি উপস্থিত ছিলেন তারা অযোগ্য বিবেচিত হওয়ায়। ২০১৮ সালের ৩০ জুলাই এনআরসির সম্পূর্ণ খসড়া প্ৰকাশিত হওয়ার পর ভেরিফিকেশন এবং দাবি ও ওজর আপত্তি জানানোর জন্য নাম ছুটদের সু্যোগ দেওয়া হয়েছিল। চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া লোকেদের নাম অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এনআরসির অতিরিক্ত খসড়া তালিকাটি প্ৰকাশ করা হয়। সুপ্ৰিমকোর্টের সম্পূর্ণ তদারকিতে রাজ্যে এনআরসি নবায়নের কাজ চলছে। সুপ্ৰিমকোর্ট ঘোষিত বিদেশি এবংতাদের উত্তর পুরুষদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত না করার কড়া নির্দেশ দিয়ে রেখেছে। তবে সন্দেহজনক ভোটার বা ব্যক্তি যাদের বিরুদ্ধে ট্ৰাইবুনালে মামলা চলছে কোর্ট তাদের বিষয়টি ঝুলিয়ে রাখতে বলেছে যতক্ষণ পর্যন্ত না ট্ৰাইবুনালে তাদের মামলাগুলো নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছয়।

অতিরিক্ত খসড়া ছুটদের তালিকা এনআরসি সেবাক্সন্দ্ৰের সঙ্গে অনলাইনেও দেখার সু্যোগ থাকছে। এনআরসি ওয়েবসাইট www.nrcassam.nic.in-এও এই তালিকা দেখা যাবে। সেবা কেন্দ্ৰ ছাড়াও সার্কল অফিস,জেলাশাসকের কার্যালয় ও মহকুমা শাসকের(সিভিল)কার্যালয়ে এই তালিকা দেখা যাবে। নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির আবেদন করেছিলেন ৩,২৯,৯১,৩৮৪ জন। এর মধ্যে ইতিপূর্বে প্ৰকাশিত খসড়ায় অন্তর্ভুক্ত হয় ২.৮৯ কোটি লোকের নাম। খসড়া থেকে বাদ পড়ে ৪০,০৭,৭০৭ জনের নাম। তার প্ৰায় বছর খানেক পর কিছু অযোগ্য লোকের নাম খসড়া থেকে বাদ দেওয়া হয়। তবে দাবি ও আপত্তি নিষ্পত্তির ফলাফল এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ২৬ জুন অতিরিক্ত খসড়া ছুটের তালিকায় যাদের নাম থাকবে তাদের বাড়িতে ২৮ জুনের মধ্যে নোটিশ(এলওআই)পাঠিয়ে বাদ পরার কারণ জানিয়ে দেওয়া হবে,যাতে তারা পুনরাবেদনের সু্যোগ পান। ১১ জুলাইর মধ্যে পুনরাবেদনের সু্যোগ পাবেন তারা। চূড়ান্ত এনআরসি প্ৰকাশ করা হবে আগামি ৩১ জুলাই।