রাজ্যের খবর

২০১৪ সালের মধ্যে সব বাড়িতে নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে পিএইচইকে নির্দেশ সর্বার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার মহানগরীর খানাপাড়া স্থিত ভেটেরিনারি কলেজ গ্ৰাউন্ডে স্বচ্ছ মহোৎসব ২০১৯-এ অংশগ্ৰহণ করেন। রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্বচ্ছ ভারত মিশন(গ্ৰামীণ)মহাত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী স্বচ্ছতা অথবা পরিচ্ছন্নতা সম্পর্কে প্ৰচার অভিযান সফল করে তুলতে জনগণের প্ৰতি আহ্বান জানান। এটা করতে পারলে মহাত্মা গান্ধীর পরিচ্ছন্ন ও সবুজ ভারত গড়ার স্বপ্ন সত্যিকার অর্থেই বাস্তব রূপ নেবে।

মানুষ পরিচ্ছন্নতাকে হৃদয় দিয়ে এবং গুরুত্বের সঙ্গে গ্ৰহণ করলেই উন্নত সমাজ গড়ে উঠবে। তাই মানুষের দায়িত্ব বোধই হচ্ছে সবচেয়ে বড় কথা-বলেন মুখ্যমন্ত্ৰী। ]তিনি জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে(পিএইচই)সোয়েল হেলথ কার্ডের মতো ওয়াটার হেলথ কার্ড জোগানের ব্যবস্থা করার পদক্ষেপ নিতে আহ্বান জানান। এমনটা করা হলে জনগণকে তাদের জলের গুণগত মান সম্পর্কে জানানো সম্ভব হবে। বৃষ্টির জল সংরক্ষণের ব্যাপারে সচেতনতা গড়ে তোলায় গুরুত্ব আরোপ করে সোনোয়াল প্ৰধানমন্ত্ৰীর জল জীবন মিশন রূপায়ণে ২০২৪ সালের মধ্যে রাজ্যের সব গৃহস্থের বাড়িতে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্ৰতি আহ্বান জানান।

দৈনন্দিন জীবনে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে জোরদার গণ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্ৰী।

এরআগে মুখ্যমন্ত্ৰী গুয়াহাটির হেঙেরাবাড়িতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নবনির্মিত চিফ-ইঞ্জিনিয়ারের অফিস বাড়িটির উদ্বোধন করেন। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আজ বোধনে শুরু হচ্ছে দুর্গা পুজো

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Bishnupur Kali Mandir Sarbajanin Durga Puja