রাজ্যের খবর

রবীন্দ্ৰভবনকে নতুন রূপে দেখা যাবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটির রবীন্দ্ৰভবনকে নতুন রূপে দেখা যাবে আগামি সেপ্টেম্বরের মাঝামাঝিতে। ২০১৭ সালের অক্টোবর থেকে রবীন্দ্ৰভবন বন্ধ রয়েছে সংস্কার কাজের জন্য। আর্ট অ্যান্ড সাউন্ড সিস্টেম এবং বসার আসন সহ নতুন আঙ্গিকে সেজে উঠছে রবীন্দ্ৰভবন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে নতুন রূপে ফের চালু হবে রবীন্দ্ৰভবন। সংস্কৃতি বিষয়ক সঞ্চালকালয়ের অধীনে রাজ্য পূর্ত বিভাগ ২০১৮ সাল থেকে রবীন্দ্ৰভবন প্ৰেক্ষাগৃহের সংস্কারের কাজ শুরু করে। রাজ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের ডিরেক্টর বিষ্ণু কমল বরা দ্য সেন্টিনেলকে বলেন,অডিটরিয়ামটি খোলার কথা ছিল এবছর মার্চে। ‘তবে এখন আমরা আশা করছি সেপ্টেম্বরের মাঝামাঝিতে জনগণের স্বার্থে অডিটরিয়ামটি ফের চালু করা সম্ভব হবে। রবীন্দ্ৰভবন সংস্কারের জন্য মূল বরাদ্দের পরিমাণ ধার্য হয়েছিল ৫ কোটি টাকা। কিন্তু শেষ পর্যন্ত তা বেড়ে ৮ কোটি টাকায় দাঁড়াবে’।

ভবনটির সংস্কারের কাজ ৯০ শতাংশ এগিয়ে গেছে। বাকি ১০ শতাংশ কাজ সেপ্টেম্বরের প্ৰথম সপ্তাহেই শেষ হয়ে যাবে। সংস্কার কাজের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে সেনিটেশনের সু্যোগ সুবিধা,স্টেট অফ দ্য আর্ট স্টেজ এবং স্টেট অফ আর্ট লাইটিং এবং সাউন্ড সিস্টেম।

অডিটরিয়ামে দর্শকাসনের সংখ্যা হ্ৰাস করে ৬১০ করা হয়েছে। বেলকনিতে ২৭২টি আসন ৩৩৮টি গ্ৰাউন্ড ফ্লোরে। পূর্ব মোট আসন সংখ্যা ছিল ৭৩৯টি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Teachers protest in Nalbari polytechnic | The Sentinel News | Assam News