রাজ্যের খবর

চাকরির টোপ দিয়ে অর্থ সংগ্ৰহের অভিযোগে রেলকর্মী সহ গ্ৰেপ্তার ৬

Sentinel Digital Desk

রাজ্যে ক্ৰমবর্ধমান বেকার সমস্যার সু্যোগকে কাজে লাগিয়ে চাকরির টোপ দিয়ে দালাল চক্ৰ বিভিন্ন স্থানে জাল বিছিয়েছে। গত বুধবার রাতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে এধরনের দালালচক্ৰের ৬ জনকে পুলিশ গ্ৰেপ্তার করে। ধৃতদের একজন রেলওয়ের কর্মচারী। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে কর্মরত বিপ্লব চক্ৰবর্তী নামের এই কর্মচারীকে রেল সুরক্ষা বাহিনী গ্ৰেপ্তার করে পুলিশের হাতে সমঝে দিয়েছে। পুলিশ সূত্ৰের জানানো মতে,রেল কর্মী বিপ্লব রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্ৰলোভন দিয়ে ১০ জন যুবকের কাছ থেকে টাকা নিয়ে তাদের ভুয়ো নিয়োগপত্ৰ দিয়েছিল। পরে একথা জানতে পেরে আরপিএফ-এর একটি দল বুধবার রাতে তাকে গুয়াহাটির পাণ্ডুর অ্যাকাউন্টস কলোনিস্থিত সরকারি আবাস থেকে গ্ৰেপ্তার করে। পরে আরপিএফ তাকে জালুকবাড়ি পুলিশের হাতে সমঝে দেয়। আরপিএফ-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ জালুকবাড়ি থানায় এই রেল কর্মচারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৮,৪৭০,৪৭১ এবং ৪২০ ধারায় একটি মামলা নথিভুক্ত করে তাকে গ্ৰেপ্তার করে।

পুলিশ তাকে আদালতে উপস্থাপন করলে আদালত বিপ্লবকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে,আরপিএফ অভিযুক্তের সরকারি আবাস থেকে বেশকিছু ভুয়ো নিয়োগপত্ৰ,ভুয়ো সিল ইত্যাদি বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত ব্যক্তিটি গত ৯ মার্চ এই দশ যুবককে ভুয়ো নিয়োগপত্ৰ দিয়েছিল।

এদিকে,ভারতীয় সেনার চাকরির টোপ দিয়ে একাংশ যুবকের কাছ থেকে অর্থ নেওয়া পাঁচজনের একটি চক্ৰকে পুলিশ বুধবার রাতে তেজপুরের পরোয়া থেকে গ্ৰেপ্তার করেছে। এই চক্ৰটি দীর্ঘদিন ধরে এমন কাজ করছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতরা হলো উত্তম দে,সঞ্জীব দত্ত,অসীম শর্মা,কিরণ তালুকদার এবং অমিত শর্মা। এদের কাছ থেকে পুলিশ দুটি বাইক,সাতটি মোবাইল ফোন এবং কিছু নথিপত্ৰ বাজেয়াপ্ত করেছে। চক্ৰটির বিরুদ্ধে তেজপুর থানায় ৪১৫/২০ নম্বরে একটি কেস নথিভুক্ত করা হয়েছে বলে শোণিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার নোমল মাহাতো জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fire breaks out at business establishment near Powai Tea Estate under Margherita Sub-Division