রাজ্যের খবর

অম্বুবাচি মেলা উপলক্ষে ২.৫ কোটি টাকার বাজেট অনুমোদন

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ দেবীতীর্থ কামাখ্যার সেরা ধর্মীয় উৎসব অম্বুবাচি মেলা শুরু হচ্ছে আগামি ২২ জুন। মেলার যবনিকা পড়বে ২৬ তারিখ। মেলা উপলক্ষে ২.৫ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে লক্ষাধিক ভক্তের গুয়াহাটি মহানগরীতে সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মেলা চলাকালে পুরো শহর,কামাখ্যা দেবালয় ও শিবিরগুলো সাফ সুতরো রাখার দায়িত্ব অর্পণ করা হয়েছে গুয়াহাটি পুর নিগমের(জিএমসি)কাঁধে। মন্দির অভিমুখে যাওয়া তিনটি পথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সুনিশ্চিত করতে গুয়াহাটি পুর নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে।

পথের লাইট পোস্টে যে সব বাল্ব ভাঙা রয়েছে প্ৰয়োজনে সেগুলি পাল্টে দিয়ে নতুন বাল্ব বসানো ছাড়াও অতিরিক্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে জিএমসিকে। জিএমসির কমিশনার দেবেশ্বর মালাকার মঙ্গলবার সাইটগুলি পরিদর্শন করে বিভাগের হাতে নেওয়া কাজকর্মের তদারক করেন।

এবছর জিএমসি পাইপে জল সরবরাহের পরিমাণও বৃদ্ধি করেছে। ভক্তরা যে সব ক্যাম্পে আশ্ৰয় নেবেন সেগুলিতেও জল সরবরাহ করা হবে। তাছাড়া জিএমসি ২৪ ঘণ্টা সাফাই অভি্যান চালানোর ব্যবস্থা নিয়েছে। দশজনের একটি করে গ্ৰুপ তিন শিফটে এই সাফাইয়ের কাজ করবে। গ্ৰুপগুলোতে একজন করে সুপারভাইজর থাকবেন।

অতিরিক্ত কমিশনার দ্বীজেন সিংয়ের বিশেষ তদারকিতে জিএমসির ওপর আরোপিত কাজগুলি পরিচালিত হবে। সিং অবশ্য আশ্বাস দিয়েছেন,জিএমসির ওপর দেওয়া সমস্ত কাজ ১৯ জুনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।