রাজ্যের খবর

অসমে ২০২০-র মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্ৰুয়ারি থেকে ২৯ ফেব্ৰুয়ারি,ঘোষণা সেবা-র

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসম মাধ্যমিক শিক্ষা বোর্ড(সেবা) অসমে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছে। সেবার ঘোষণা অনু্যায়ী,রাজ্যে ২০২০-র ১০ ফেব্ৰুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৯ ফেব্ৰুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনু্যায়ী,প্ৰ্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে ২০২০-র ২১ ও ২২ জানুয়ারি।

প্ৰথমার্ধের পরীক্ষার সময় সকাল ৯টা থেকে ১২টা। দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় দুপুর ১.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।

রুটিন অনু্যায়ী ১০ ফেব্ৰুয়ারি,২০২০-সকালে ৯টায় ইংরেজি পরীক্ষা। ১১ ফেব্ৰুয়ারি সকাল ৯ টায় মিউজিক(ই),ডান্স(ই)গারমেন্ট ডিজাইনিং(ই)। ১১ ফেব্ৰুয়ারি বিকেলে হবে ফাইন আর্ট(ই)পরীক্ষা।

১২ ফেব্ৰুয়ারি সকাল ৯ টায় হবে মণিপুরি(ই),বোড়ো(ই),সাঁওতাল(ই),বেঙ্গলি(ই)।

১৩ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় অ্যাডভান্স ম্যাথেমেটিক্স(ই),সংস্কৃত(ই),ভূগোল(ই),ইতিহাস(ই)হোম সায়েন্স(ই),নেপালি(ই)কম্পিউটার সায়েন্স(ই),আরবিক(ই),পার্শিয়ান(ই)।

১৪ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে হিন্দি(ই),আরবিক লিটারেচার।

১৫ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে অসমিয়া(ই)

১৭ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে সমাজ বিজ্ঞান

২০ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে ফাই অ্যান্ড অ্যাকুয়েড,ওয়েভিং অ্যান্ড টেক্সটাইল ডিজাইন(ই)

২২ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে সাধারণ বিজ্ঞান পরীক্ষা

২৫ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে সাধারণ গণিত

২৮ ফেব্ৰুয়ারি সকাল ৯টায় হবে এমআইএল/ইংলিশ(আইএল)

২৯ ফেব্ৰুয়ারি দ্বিতীয় বেলায় হবে উড ক্ৰ্যাফট(ই),রিটেল ট্ৰেড এমএসকিউএফ(ই),আইটি/আইটিইএস এনএসকিউএফ(ই),হেলথ কেয়ার এনএসকিউএফ(ই),এগ্ৰিকালচার এবং হরটিকালচার এনএসকিউএফ(ই),ট্যুরিজম এবং হসপিটালিটি এনএসকিউএফ(ই)

উল্লেখ্য,২০১৯ সালে রাজ্যে ৩.৫৭ লক্ষ ছাত্ৰ-ছাত্ৰী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। সেবার পরীক্ষা হয়েছিল রাজ্যের ৮৫৭টি কেন্দ্ৰে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 4 dead in a head-on collision between truck and car in Tezpur