রাজ্যের জনপ্ৰিয় কণ্ঠশিল্পী রূপম ভূঞার পত্নী মানশ্ৰী বরুয়ার জীবন দীপ অকালে নিভে গেলো। বুধবার দুপুরে শিল্পী পত্নী মানশ্ৰী বরুয়া একটি পুত্ৰ সন্তানের জন্ম দেন। শিশু পুত্ৰটির জন্মের পর গোটা পরিবারে যখন আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে সে সময়েই শিল্পী পত্নীর শিয়রে মৃত্যুর কালো মেঘ নেমে আসে। গতকাল শিল্পী ভূঞা ফেসবুকের মাধ্যমে পুত্ৰ সন্তানের পিতৃত্ব অর্জনের কথা গুণমুগ্ধদের জানান। এই নিয়ে তিনি দ্বিতীয়বার পুত্ৰ সন্তানের বাবা হলেন। অন্যদিকে,ভূঞার বাবার জানানো মতে,প্ৰসবজনিত কারণে পুত্ৰবধূকে মারোয়াড়ি মেটারনিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বুধবার বেলা ১১টায় মানশ্ৰী একটি পুত্ৰ সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই প্ৰসূতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। দেহে হিমগ্লোবিন ও রক্তচাপের তারতম্যের জন্য প্ৰসূতির শারীরিক অবস্থার দ্ৰুত অবনতি ঘটে। কিন্তু চিকিৎসকদের অশেষ চেষ্টায়ও শেষ রক্ষা হয়নি। গতকাল রাত ১২টায় মানশ্ৰী শেষ নিশ্বাস ছাড়েন। ইতিমধ্যেই বহু গুণমুগ্ধ শিল্পীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ করোনা ভাইরাসের ভুয়ো খবর ছড়িয়ে মিজোরামে গ্ৰেপ্তার ১১
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: A candid conversation with Director of Cultural Affairs, Assam Bishnu Kumar Bora on Art and Culture