রাজ্যের খবর

তিনসুকিয়ায় ঘূর্ণি ঝড়ে দুটি শিশুর মৃত্যু,ভাঙল বহু বাড়ি

Sentinel Digital Desk

তিনসুকিয়াঃ তিনসুকিয়া জেলার সাইখোয়া ব্লকের অধীন বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে রবিবার সন্ধ্যায় প্ৰবল ঘূর্ণি ঝড় বয়ে যায়। ঝড়ের দাপটে মৃত্যু হয় দুটি শিশুর। আহত হন বেশ কয়েকজন। নিহত শিশু দুটির মা ও বোন আহত হয়েছেন। ঝড়ে ক্ষতিগ্ৰস্ত হয়েছে চারটি পঞ্চায়েতের কমপক্ষেও ৪৫টি গ্ৰাম। ক্ষতিগ্ৰস্ত গ্ৰামগুলি হচ্ছে ডানগোরি,ধলা,দাবাম,সাইখোয়া এবং নবরমুরা। ঝড়ের তাণ্ডবে আনুমানিক ১,২৫০টি বাড়ি ক্ষতিগ্ৰস্ত হয়েছে। বেশকটি বাড়ি মাটিতে মিশে গেছে। প্ৰায় আধ ঘণ্টার ঘূর্ণি ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়ে।

নিহত দুটি শিশুকে জনাথন হাসা(১০)এবং সুশীল হাসা(৫)নামে শনাক্ত করা হয়েছে। নেপালি চিরিং গ্ৰামে ঝড়ের সময় একটি গাছ তাদের বাড়ির ওপর ভেঙে পড়ায় শিশু দুটির মৃত্যু হয়। শিশুদ্বয়ের মা চেতং হাসা এবং বোন দীপালি গুরুতর আহত অবস্থায় ডিব্ৰুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাইখোয়া এইচএস স্কুলের মাঠে স্টেট এথেনিক কালচারাল মিটের জন্য একটি বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল। সোমবার ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ঘূর্ণি ঝড়ে ওই প্যান্ডেলটি সম্পূর্ণ ধরাশায়ী হয়। ফলে অনুষ্ঠানও বাতিল হয়ে যায়।

এদিকে তিনসুকিয়া জেলা প্ৰশাসনের একটি দল বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।