রাজ্যের খবর

সুবনশিরি বাঁধ নির্মাণ নিয়ে সরকারকে সতর্ক করলো আসু

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প নির্মাণে কোনও ধরনের চক্ৰান্তে ইন্ধন না জোগাতে সরকারকে সতর্ক করে দিয়েছে। আসু পরিষ্কার বলেছে,নদীর নিম্নাঞ্চলে অসম এলাকায় বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষার বিষয়টি অবজ্ঞা করে ওই বাঁধ নির্মাণ করা চলবে না।

বুধবার এখানে এক প্ৰেস বিবৃতিতে আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এবং সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেছেন,নদীর নিম্নাঞ্চলে অসম এলাকায় বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা না করে সুবনশিরি বাঁধ নির্মাণের কোনও সিদ্ধান্ত ছাত্ৰ সংগঠনটি কখনোই মেনে নেবে না। ‘গণতান্ত্ৰিক আন্দোলনকে বাঞ্চাল করার লক্ষ্যে সরকার বাঁধ নির্মাণের জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে’-বিবৃতিতে একথা বলেছেন আসু নেতারা।

‘বিজ্ঞানসম্মত উপায়ে নদীর ডাউনস্ট্ৰিমে অসম এলাকায় বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সর্বাগ্নে ব্যবস্থা নিতে হবে। নদীর নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তিকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে সরকার বাঁধ নির্মাণে একপক্ষীয়ভাবে বলপূর্বক কোনও সিদ্ধান্ত নিতে পারে না। এধরনের কোনও সিদ্ধান্ত আসু মেনে নেবে না। এধরনের কোনও সিদ্ধান্ত কার্যকরী করার চেষ্টা করলে শক্তিশালী গণতান্ত্ৰিক আন্দোলন গড়ে তোলা হবে এবং এমনকি সড়ক অবরোধের মতো কর্মসূচিও গ্ৰহণ করা হবে-বলা হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে ছাত্ৰ সংগঠনটি নিম্ন সুবনশিরি জল বিদ্যুৎ প্ৰকল্প নির্মাণে কোনও ধরনের চক্ৰান্তের ফাঁদে পা দেওয়া থেকে দূরে থাকতে এনএইচপিসিকে(ন্যাশনাল হাইড্ৰোইলেকট্ৰিক পাওয়ার কর্পোরেশনকে)সতর্ক করে দিয়েছে। আসু বলেছে,নদীর নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার ব্যবস্থা করাটা বাধ্যতামূলক।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Agitated public blocks NH 15 in Bordumsa