রাজ্যের খবর

শিলচর-ত্ৰিবান্দ্ৰম এক্সপ্ৰেসে আগুন,পুড়লো তিনটি কোচ

Sentinel Digital Desk

শিলচরঃ শিলচর রেল স্টেশনে রবিবার সাতসকালে শিলচর ত্ৰিবান্দ্ৰম এক্সপ্ৰেস ট্ৰেনে হঠাৎ আগুন লাগে। আগুনে ট্ৰেনের তিনটি বগি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার মাঝরাতে ট্ৰেনটি এখানে এসে পৌঁছয়। মঙ্গলবার সকাল ৮.০৫ মিনিটে ট্ৰেনটি শিলচর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল।

পুলিশ কর্মকর্তাদের মতে,ট্ৰেনটি স্টেশনের পার্কিং প্লেসে থামিয়ে রাখা হয়েছিল। হঠাৎই ট্ৰেনের স্লিপার ক্লাসের একটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ট্ৰেনের প্যানট্ৰি কারের সঙ্গেই ছিল ওই বগিটি। চোখের নিমেষে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং দ্ৰুত তা ছড়িয়ে পড়ে আরও দুটি কামরায়।

প্ৰাথমিক পর্যায়ে রেলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার এক্সটিনগুইসার দিয়ে। কিন্তু ততক্ষণে পাশের চেয়ারকার কোচ সহ আরও দুটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ছুটে আসে এবং তারাই আগুন বাগে আনে। তবে তিনটি কোচ পুড়ে যায় আগুনে। পুলিশ কর্মকর্তাটি আরও বলেন,শিলচর-আগরতলা ট্ৰেনটি ত্ৰিপুরার উদ্দেশে পাড়ি দেওয়ার ঘণ্টা খানেক আগে এই ট্ৰেনটিতে আগুন লাগে। স্টেশন ম্যানেজারের তত্ত্বাবধানে শিলচর-আগরতলা ট্ৰেনের যাত্ৰীদের তড়িঘড়ি অন্য প্ল্যাটফর্মে সরিয়ে নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ ট্ৰেনে আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় স্টেশন চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।