রাজ্যের খবর

মানকাচর সীমান্ত থেকে দুই গবাদি পশু পাচারকারী আটক

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটি ফ্ৰন্টিয়ারের সীমান্ত বাহিনী দক্ষিণ শালমারা জেলার মানকাচরের সীমান্ত এলাকা জলচর এবং চৌকিচর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দুই গবাদি পশু চোরাকারবারীকে একটি গবাদি পশু সহ আটক করেছে। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে। বিশ্বস্ত সূত্ৰ পাওয়া এক খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিএসএফ জলচর সীমান্ত পুলিশ ফাঁড়ির কাছ থেকে এক গবাদি পশু চোরাপাচারকারীকে আটক করে। যুবকটি ভারত থেকে গবাদি পশু বাংলাদেশে পাচার করার সময় বিএসএফ-এর হাতে ধরা পড়ে। আটক যুবকটিকে সাজু মিয়া(২১)বলে শনাক্ত করা হয়েছে। যুবকটি মানকাচর থানার অধীন পানাটিপাড়ার বাসিন্দা। ধৃত যুবকটিকে মানকাচর থানায় সমঝে দেওয়া হয়েছে।

বিএসএফ চৌকিচর সীমান্ত ফাঁড়ির কাছ থেকে আরও গবাদি পশু চোরাপাচারকারীকে আটক করেছে পাঁচটি গবাদি পশু সহ। ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে গবাদি পশু পাচারের সময় সে বিএসএফ-এর হাতে ধরা পড়ে। ধৃত যুবকটিকে মজিহর রহমান(২২)নামে শনাক্ত করা হয়েছে। সে দক্ষিণ শালমারা জেলার মোটাখোয়ার বাসিন্দা। তাকে সুখচর পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে।