গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)নির্দেশে রাজ্য নির্বাচন বিভাগ গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু করেছে। এই কর্মসূচি চলবে আগামি ১৫ অক্টোবর অবধি। রাজ্যে চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরপরই ভোটার তালিকা ভেরিফাইয়ের কাজে হাত দেওয়া হয়। তবে ভোটার তালিকা ভেরিফিকেশনের সঙ্গে চূড়ান্ত এনআরসি-র কোনও আন্তঃসংযোগ নেই। তবুও দেশের যোগ্য ভোটারদের ঝালিয়ে নিতে ইসিআই-এর এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ।
চলতি ভেরিফিকেশনের ভিত্তিতে সচিত্ৰ ভোটার তালিকার খসড়া প্ৰকাশিত হবে অক্টোবরে। এই খসড়ার ভিত্তিতেই চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত হবে ২০২০ সালে। সর্বশেষ প্ৰকাশিত সচিত্ৰ ভোটার তালিকা অনু্যায়ী অসমে ভোটার রয়েছেন ২১৯৯১১২ জন। এই অভিযানের অংশ হিসেবে রাজ্য নির্বাচন বিভাগের একটি সূত্ৰ বলেছে,ইসিআই-এর এই নির্দেশে অভিযান চালানোর সময় প্ৰতিটি পোলিং বুথ পর্যায়ের কর্মীরা(বিএলও)বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন বিষয় পরীক্ষা করবেন।
তাছাড়া ১৮ বছরে পা দেওয়া নতুন ভোটারদের নাম নথিভুক্ত করবেন তারা। কোনও ভোটার বাড়ি পাল্টালে এবং কোনও পুরুষ অথবা মহিলা ভোটারের মৃত্যুর পরও তাদের নাম যদি সচিত্ৰ ভোটার তালিকায় থেকে যায় সেই বিষয়গুলিও পরীক্ষা করবেন বিএলওরা। বিএলওদের যে সব নথিপত্ৰ দেখাতে হবে সেগুলো হলো ভারতীয় পাসপোর্ট,ড্ৰাইভিং লাইসেন্স,আধার কার্ড,রেশন কার্ড,সরকারি অথবা অর্ধ সরকারি সংস্থার ইস্যু করা যেকোনও কার্ড,ব্যাংক পাসবুক অথবা ইসিআইএর দেওয়া আইডেনটিটি কার্ড ইত্যাদি। জনগণ ভেরিফিকেশন কর্মসূচি সম্পর্কে www.nvsp.in এবং ভোটারস হেল্পলাইন মোবাইল অ্যাপে লগ অন করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের আর্জি এএজেওয়াইপি-র
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Public Awareness Meeting on 'Child Trafficking Free India' was conducted in Nalbari