রাজ্যের খবর

অগপ ফের বিজেপির সঙ্গে জোটে ফেরায় অসন্তুষ্ট মহন্ত

Sentinel Digital Desk

নগাঁওঃ লোকসভা নির্বাচনের মুখে অসম গণ পরিষদ(অগপ)দল ফের বিজেপি-র সঙ্গে জোটে ফেরায় প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত আজ অসন্তুষ্টি প্ৰকাশ করেন। তিনি বিজেপির সঙ্গে জোটে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে অগপ নেতাদের প্ৰতি আহ্বান জানান।

নগাঁওয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে মহন্ত বলেন,এ ধরনের সিদ্ধান্ত দলের সাধারণ সভায় নেওয়া হয়ে থাকে। কিন্তু এবার দলের কার্যালয়ে তা করা হয়নি।

মহন্ত দাবি করেন অগপ-বিজেপির মধ্যে ফের জোট হওয়ার ব্যাপারে তিনি সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। বলেন,‘আমি প্ৰচার মাধ্যমের কাছে একথা জানতে পেরেছি’।

তিনি আরও বলেন,বিজেপির সঙ্গে জোটে যাওয়া সম্পর্কে দলের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা দেওয়া হয়নি। তিনি পুরো বিষয়টি প্ৰচার মাধ্যমের দৌলতে জানতে পেরেছেন বলে উল্লেখ করেন।

‘আমি বিজেপির সঙ্গে আঁতাতে যাওয়ার বিরোধী এবং আমি আমার অবস্থান থেকে নড়ছি না’-সাংবাদিকদের বলেন মহন্ত।

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী আরও বলেন,দলের আদর্শ ধরে রাখতে তিনি বদ্ধপরিকর। ‘এই বিষয়টি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে কোনও আলোচনা পর্যন্ত করা হয়নি। তাই এনিয়ে আমি আর কোনও বিবৃতি দিতে চাই না’।

এদিকে মহন্তকে মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা সম্পর্কে এক রিপোর্টের প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মহন্ত বলেন,এটা নিছকই একটা রাজনৈতিক ষড়যন্ত্ৰ। প্ৰত্যেক নির্বাচনের আগেই প্ৰচার মাধ্যমে এধরনের খবরের ওপর আলোকপাত করা হয়ে থাকে। ‘আমার নাম ভুলভাবে তোলা হয়েছে। এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন’-বলেন মহন্ত।