রাজ্যের খবর

অবৈধ অনুপ্ৰবেশ এখনও উদ্বেগের বিষয়ঃ কনরাড

Sentinel Digital Desk

শিলং: অনুপ্ৰবেশ ও অবৈধ প্ৰব্ৰজন আসন্ন বছরগুলিতেও একটা ইস্যু। এই অভিমত ব্যক্ত করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা। শুক্ৰবার শিলঙে তিনি সাংবাদিকদের বলেন রাজনৈতিক দলগুলি,এনজিও এবং ধর্মীয় গোষ্ঠীগুলির বিরোধিতার ফলে নাগরিকত্ব(সংশোধনী)বিল রোখা সম্ভব হয়েছে।

রাজ্য কংগ্ৰেস নেতা মুকুল সাংমা কংগ্ৰেসই নাকি অগ্ৰণী ভূমিকা নিয়ে ক্যাবের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বলে দাবি করার যে রিপোর্ট বেরিয়েছে সে ব্যাপারে কনরাড নেতিবাচক মনোভাবই ব্যক্ত করেন। তিনি বলেন,অনুপ্ৰবেশ এবং অবৈধ প্ৰব্ৰজন মেঘালয় এবং এই অঞ্চলের জন্য এখনও উদ্বেগের বিষয়। আগামি বছরগুলিতেও অবৈধ অনুপ্ৰবেশ একটা ইস্যু।

আর সেজন্যই ক্যাবের বিরুদ্ধে মানুষের আবেগ-অনুভূতি এতটাই শক্তিশালী। অনুপ্ৰবেশ সম্পর্কে সবাই সচেতন থাকায় ক্যাব রোখা সম্ভব হয়েছে-উল্লেখ করেন সাংমা। ক্যাব বিরোধী আন্দোলনে জয় হাসিল করার পর নয়াদিল্লি থেকে গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে পৌছার পর সাংমাকে হিরোর সম্মান দেওয়া হয়। এর ১৮ ঘণ্টা পরই শুক্ৰবার শিলঙে অবৈধ অনুপ্ৰবেশ সম্পর্কে এই মন্তব্য করেন সাংমা।