রাজ্যের খবর

অরুণাচল প্ৰদেশে ঝুলন্ত সেতু ভেঙে আহত ৪৮

Sentinel Digital Desk

ইটানগরঃ অরুণাচল প্ৰদেশের পাক্কে কেসাং জেলার দিশিং পাসো সার্কলের অধীনস্থ নামোরাহতে শনিবার বিকেলে অর্ধ ধাতব একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ায় কমপক্ষে ৪৮জন ব্যক্তি আহত হন। পুলিশ জানাচ্ছে সেতুতে ওভারলোডিঙের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এই রিপোর্ট পাওয়া অবধি দুর্ঘটনায় কোনও প্ৰাণহানির ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্ৰের মতে,অসম থেকে বনভোজ খেতে ওই এলাকায় অনেক লোক ভিড় জমিয়েছিলেন। বনভোজকারীরা দলে দলে ওই সেতুতে চড়াও হওয়ায় সেতুর এক পাশ ঝুলে পড়ে। সেতুর ওপরে থাকা বহু মানুষ নদীর জলে পরে যান। জনৈক প্ৰত্যক্ষদর্শী বলেছেন,সম্ভবত অসমের বিশ্বনাথ চারালি থেকে আসা বনভোজকারীদের একটি দল সেতুর ওপর সেলফি নেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনা সম্পর্কে পাক্কে কেসাং জেলার পুলিশ সুপার জিমি চেরামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আহতদের বিশ্বনাথ সিভিল হাসপাতাল এবং অন্যান্য স্থানীয় নাসিং হোমগুলিতে ভর্তি করা হয়েছে।