রাজ্যের খবর

অরুণাচল প্ৰদেশে সন্ত্ৰাসী কার্যকলাপ বাড়ছে,রিপোর্ট সংসদীয় স্ট্যান্ডিং কমিটির

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে সন্ত্ৰাসী ঘটনা হ্ৰাস পেলেও অরুণাচল প্ৰদেশে এজাতীয় ঘটনা আচমকাই বৃদ্ধি পাচ্ছে। চীন সীমান্ত ঘেঁষা এই রাজ্যে সন্ত্ৰাসজনিত ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বাস্তবিকই উদ্বেগের। কারণ ওই রাজ্যে স্থানীয় কোনও সক্ৰিয় জঙ্গি গোষ্ঠী নেই। স্বরাষ্ট্ৰ বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সঙ্গে সম্পর্কিত একটি বিভাগ উত্তরপূর্বের নিরাপত্তা সম্পর্কে সাম্প্ৰতিক এক রিপোর্ট অরুণাচল প্ৰদেশে সন্ত্ৰাসী কার্যকলাপ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্ৰকাশ করেছে। প্ৰাক্তন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী পি চিদম্বরমের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি গত সপ্তাহে সংসদের উভয় সদনে রিপোর্টটি পেশ করে।