রাজ্যের খবর

অসম বিধানসভার অধিবেশন ২৪ সেপ্টেম্বর থেকে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমের রাজ্যপাল(অধ্যাপক)জগদীশ মুখি আগামি ২৪ সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন ডেকেছেন। অসম বিধানসভার প্ৰিন্সিপাল সেক্ৰেটারি এম কে ডেকা একথা জানিয়েছেন। জানানো হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন চলবে আগামি ৫ অক্টোবর অবধি।