রাজ্যের খবর

অসম সচিবালয়ে ১২৪টি নতুন পদ সৃষ্টি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসম সরকার,দিশপুর জনতাভবনে সেক্ৰেটারিয়েট প্ৰশাসনিক বিভাগে ১২৪টি নতুন পদ সৃষ্টি করেছে। এই পদ সমূহের মধ্যে রয়েছে অ্যাডিশনাল সেক্ৰেটারি(২),জয়েণ্ট সেক্ৰেটারি(৮),ডেপুটি সেক্ৰেটারি(১৯),আন্ডার সেক্ৰেটারি(২১),সুপারিনটেনডেণ্ট(২১)এবং সিনিয়র অ্যাডমিনিস্ট্ৰেটিভ অ্যাসিস্টাণ্ট(৫৩)। এক সরকারি বিবৃতিতে এখবর জানানো হয়।